বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
কৃত্রিম শ্রেণিবিন্যাসের সুবিধা ও অসুবিধা কী কী ?
উত্তর:
সুবিধা—জীবের তাৎক্ষণিক শনাক্তকরণ সম্ভব।
অসুবিধা—অল্প কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই শ্রেণিবিন্যাস করা হয় যার ফলে জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় না।
প্রশ্ন:২
মিথানােজেনস ও চূড়ান্ত হ্যালােফিলস কী ?
উত্তর:
যারা CO2 ও H2O কে যুক্ত করে মিথেন উৎপন্ন করে তাদের মিথানােজেনস বলে। উদাহরণ—Methanobacterium।
তীব্র লবণাক্ত পরিবেশে যারা সরাসরি জন্মাতে সক্ষম তাদের চূড়ান্ত হ্যালােফিলস বলে। উদাহরণ—Halobacterium।
প্রশ্ন:৩
তিনটি ডােমেইন শ্রেণিবিন্যাসের মূলনীতি কী কী ?
উত্তর:
(i) কোশে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত বা অনুপস্থিত।
(ii) কোশপর্দায় লিপিড অণুর রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
(iii) অ্যান্টিবায়ােটিক্স-এর সংবেদনশীলতা এই শ্রেণিবিন্যাসের বৈশিষ্ট্য।
প্রশ্ন:৪
অ্যানিম্যালিয়ার বৈশিষ্ট্য কী ?
উত্তর:
(i) দেহ নিয়তাকার গঠনসম্পন্ন।
(ii) অঙ্গাণু আভ্যন্তরীণ।
(iii) বৃদ্ধি নির্ধারিত।
(iv) উদ্দীপনায় সাড়া দেয়।
প্রশ্ন:৫
ট্যাক্সন কী ?
উত্তর:
আন্তর্জাতিক নামকরণের নিয়মাবলি অনুযায়ী শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে ট্যাক্সন বলে।
প্রশ্ন:৬
শ্রেণিবিন্যাসের মূলনীতি কী ?
উত্তর:
পৃথিবীতে বিভিন্ন মানের লক্ষাধিক উদ্ভিদ ও প্রাণী আছে। তাদের উৎপত্তি, গঠন, জীবন বৃত্তান্ত ও পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জ্ঞান অর্জন করে তাদের বিভিন্ন সম্প্রদায়ে ও গােষ্ঠীতে ভাগ করা হয়েছে।
প্রশ্ন:৭
পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অন্তর্গত প্রােটিস্টার বৈশিষ্ট্য কী কী ?
উত্তর:
(i) বেশিরভাগই হল জলজ।
(ii) জেনেটিক পদার্থ সংগঠিত হয়ে নিউক্লিয়াস গঠন করে।
(iii) পর্দাঘেরা কোশ অঙ্গাণুযুক্ত।
(iv) যৌন ও অযৌন জনন দেখা যায়।
প্রশ্ন:৮
প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কী ?
উত্তর:
যে শ্রেণিবিন্যাস পদ্ধতিতে জীবকে শনাক্ত করা হয় তাদের নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ও যােগসূত্র নিরূপণের মাধ্যমে। এই পদ্ধতিতে জাতিজনির কোনাে ভূমিকা নেই।
প্রশ্ন:৯
ডােমেইন ব্যাকটেরিয়ার অন্তর্গত গােষ্ঠীগুলি কী কী ?
উত্তর:
(i) প্রােটিওব্যাকটেরিয়া—Rhizobium,
(ii) সায়ানােব্যাকটেরিয়া—Cyanobacteria Nostoc,
(iii) স্পাইরােকিটস—Treponema,
(iv) ফার্সিকিউটস—Clostridium।
প্রশ্ন:১০
শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলি কী কী ?
উত্তর:
(i) অঙ্গসংস্থানজনিত,
(ii) ভ্রূণতত্ত্বগত,
(iii) বাস্তুবিজ্ঞানজনিত,
(vi) সংখ্যাতত্ত্বজনিত,
(vi) পরাগরেণুর গঠনগত।

Comments
Post a Comment