নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
কৃত্রিম শ্রেণিবিন্যাসের সুবিধা ও অসুবিধা কী কী ?
উত্তর:
সুবিধা—জীবের তাৎক্ষণিক শনাক্তকরণ সম্ভব।
অসুবিধা—অল্প কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই শ্রেণিবিন্যাস করা হয় যার ফলে জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় না।
প্রশ্ন:২
মিথানােজেনস ও চূড়ান্ত হ্যালােফিলস কী ?
উত্তর:
যারা CO2 ও H2O কে যুক্ত করে মিথেন উৎপন্ন করে তাদের মিথানােজেনস বলে। উদাহরণ—Methanobacterium।
তীব্র লবণাক্ত পরিবেশে যারা সরাসরি জন্মাতে সক্ষম তাদের চূড়ান্ত হ্যালােফিলস বলে। উদাহরণ—Halobacterium।
প্রশ্ন:৩
তিনটি ডােমেইন শ্রেণিবিন্যাসের মূলনীতি কী কী ?
উত্তর:
(i) কোশে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত বা অনুপস্থিত।
(ii) কোশপর্দায় লিপিড অণুর রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
(iii) অ্যান্টিবায়ােটিক্স-এর সংবেদনশীলতা এই শ্রেণিবিন্যাসের বৈশিষ্ট্য।
প্রশ্ন:৪
অ্যানিম্যালিয়ার বৈশিষ্ট্য কী ?
উত্তর:
(i) দেহ নিয়তাকার গঠনসম্পন্ন।
(ii) অঙ্গাণু আভ্যন্তরীণ।
(iii) বৃদ্ধি নির্ধারিত।
(iv) উদ্দীপনায় সাড়া দেয়।
প্রশ্ন:৫
ট্যাক্সন কী ?
উত্তর:
আন্তর্জাতিক নামকরণের নিয়মাবলি অনুযায়ী শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে ট্যাক্সন বলে।
প্রশ্ন:৬
শ্রেণিবিন্যাসের মূলনীতি কী ?
উত্তর:
পৃথিবীতে বিভিন্ন মানের লক্ষাধিক উদ্ভিদ ও প্রাণী আছে। তাদের উৎপত্তি, গঠন, জীবন বৃত্তান্ত ও পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জ্ঞান অর্জন করে তাদের বিভিন্ন সম্প্রদায়ে ও গােষ্ঠীতে ভাগ করা হয়েছে।
প্রশ্ন:৭
পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অন্তর্গত প্রােটিস্টার বৈশিষ্ট্য কী কী ?
উত্তর:
(i) বেশিরভাগই হল জলজ।
(ii) জেনেটিক পদার্থ সংগঠিত হয়ে নিউক্লিয়াস গঠন করে।
(iii) পর্দাঘেরা কোশ অঙ্গাণুযুক্ত।
(iv) যৌন ও অযৌন জনন দেখা যায়।
প্রশ্ন:৮
প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কী ?
উত্তর:
যে শ্রেণিবিন্যাস পদ্ধতিতে জীবকে শনাক্ত করা হয় তাদের নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ও যােগসূত্র নিরূপণের মাধ্যমে। এই পদ্ধতিতে জাতিজনির কোনাে ভূমিকা নেই।
প্রশ্ন:৯
ডােমেইন ব্যাকটেরিয়ার অন্তর্গত গােষ্ঠীগুলি কী কী ?
উত্তর:
(i) প্রােটিওব্যাকটেরিয়া—Rhizobium,
(ii) সায়ানােব্যাকটেরিয়া—Cyanobacteria Nostoc,
(iii) স্পাইরােকিটস—Treponema,
(iv) ফার্সিকিউটস—Clostridium।
প্রশ্ন:১০
শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলি কী কী ?
উত্তর:
(i) অঙ্গসংস্থানজনিত,
(ii) ভ্রূণতত্ত্বগত,
(iii) বাস্তুবিজ্ঞানজনিত,
(vi) সংখ্যাতত্ত্বজনিত,
(vi) পরাগরেণুর গঠনগত।
Comments
Post a Comment