নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
হেমিডেসমোজোম কাকে বলে ?
উত্তর:
এপিথিলীয় কোশের কোশপর্দার ভিতরের গাত্রে কোলাজেন তন্তু দিয়ে গঠিত যে স্থূলীকরণ লক্ষ করা যায় তাদের হেমিডেসমােজোম (Hemidesmosome) বলে।
প্রশ্ন:২
প্রােটোপ্লাজমের রােটেশন ও সারকুলেশন চলন কোন্ উদ্ভিদে দেখা যায় ?
উত্তর:
রােটেশন দেখা যায় পাতাশ্যাওলা, ঝাঁঝি প্রভৃতি জলজ উদ্ভিদের কোশে।
অপরপক্ষে, সারকুলেশন দেখা যায় কুমড়াে গাছের কাণ্ড-রােমে এবং রিও (Reo) নামক উদ্ভিদের কোশে।
প্রশ্ন:৩
ডায়ালাইজিং প্লাজমাপর্দা কাকে বলে ?
উত্তর:
যে প্লাজমাপর্দার মধ্য দিয়ে উদস্থৈতিক চাপের দ্বারা বলপূর্বক দ্রাব ও দ্রাবকের অণুগুলি চলাচল করতে পারে, তাকে ডায়ালাইজিং প্লাজমাপর্দা (Dializing plasmamembrane) বলে। যেমন—এন্ডােথিলিয়াম কোশের ভিত্তিপর্দা।
প্রশ্ন:৪
পলিরাইবােজোম কাকে বলে ?
উত্তর:
m-RNA-এর ওপর সারিবদ্ধ রাইবােজোমের সমষ্টিকে পলিজোম বা পলিরাইবােজোম (Polysome or polyribosome) বলে।
প্রশ্ন:৫
মাইক্রোভিলাই কী ?
উত্তর:
কোশের কোশপর্দা যখন ভাঁজ হয়ে আঙুলের আকার ধারণ করে, তখন ওই প্রক্ষেপনগুলিকে মাইক্রোভিলাই (Microvilli) বলে। ক্ষুদ্রান্ত্রের এপিথিলিয়াম কলার কোশে মাইক্রোভিলাই থাকে।
প্রশ্ন:৬
70S রাইবােজোমের 'S' কথার অর্থ কী ?
উত্তর:
70S রাইবােজোমের 'S' কথার অর্থ হল ভেদবার্গ একক (Svedberg unit) যা কোশ-অঙ্গাণুর অবক্ষেপণ গুণাঙ্ক Sedimentation Co-efficient কে বােঝায়।
প্রশ্ন:৭
ইন্টারডিজিটেশন কাকে বলে ?
উত্তর:
দুটি সংলগ্ন কোশের কোশপর্দায় যে আঙুলের মতাে প্রবর্ধক থাকে, তাদের ইন্টারডিজিটেশন (Interdigitation) বলে।
প্রশ্ন:৮
প্রাইমরডিয়াল ইউট্রিকল বলতে কী বােঝাে ?
উত্তর:
পরিণত উদ্ভিদকোশে ছােটো ছােটো ভ্যাকুলগুলি মিলিত হয়ে একটি বা দুটি বড়াে ভ্যাকুওল সৃষ্টি করে। ফলে বিভিন্ন অঙ্গাণুসহ সাইটোপ্লাজম ভ্যাকুওলের চারপাশে কোশপ্রাচীরের দিকে পরিধি বরাবর সরে যায়। বড়াে ভ্যাকুওলের চারপাশে সাইটোপ্লাজমের এরকমের বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল (Primordial utrical) বলে।
প্রশ্ন:৯
কোয়ান্টাজোম ও অক্সিজোমের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর:
কোয়ান্টাজোম (Quantasome) হল ক্লোরােপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে অবস্থিত ক্লোরােফিলযুক্ত বৃন্তবিহীন গােলাকার দানা যা সালােকসংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে।
অপরপক্ষে, অক্সিজোম (Oxysome) হল মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত র্যাকেট সদৃশ বৃন্তযুক্ত দানা যা শ্বসনের ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:১০
পিনােসাইটোসিস ও ফ্যাগােসাইটোসিসের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর:
যে প্রক্রিয়ায় প্লাজমাপর্দার মাধ্যমে কোনাে তরলবস্তু কোশে গৃহীত হয়, তাকে পিনােসাইটোসিস (Pinocytosis) বলে। অপরপক্ষে, যে প্রক্রিয়ায় প্লাজমাপর্দার মাধ্যমে কোনাে কঠিন বস্তু কোশে গৃহীত হয়, তাকে ফ্যাগােসাইটোসিস (Phagocytosis) বলে।
Comments
Post a Comment