বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
লাইসােজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কেন ?
উত্তর:
লাইসােজোম পর্দাবৃত উৎসেচকপূর্ণ থলির মতাে অঙ্গাণু। লাইসােজোম নিঃসৃত উৎসেচকের দ্বারা কোশ উপাংশগুলির পচিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয় বলে লাইসােজোমকে সুইসাইডাল ব্যাগ (Suicidal bag) বা আত্মঘাতী থলি বলে।
প্রশ্ন:২
কোন্ কোন্ কোশ অঙ্গাণু কেবল প্রাণীকোশে দেখা যায় ?
উত্তর:
লাইসােজোম এবং সেন্ট্রোজোম।
প্রশ্ন:৩
জাইমােজেন দানা কাকে বলে ?
উত্তর:
অমসৃণ ER-এর রাইবােজোম দানা থেকে সংশ্লেষিত প্রােটিন ER-এর সিস্টারনি দিয়ে বাহিত হয়ে ক্ষরণকারী ভেসিকল্-এ জমা হয় এবং জল বিয়ােজন ঘটিয়ে জাইমােজেন দানায় রূপান্তরিত হয়। এগুলি একপ্রকারের নিষ্ক্রিয় উৎসেচকপূর্ণ একক পর্দাবেষ্টিত ক্ষুদ্র থলির মতাে বস্তু, যা অগ্ন্যাশয়ের কোশে দেখা যায়।
প্রশ্ন:৪
দেহকোশ ও জনন কোশের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর:
দেহসংগঠনের সঙ্গে যুক্ত ডিপ্লয়েড কোশকে দেহকোশ বলে।
অপরপক্ষে, যৌন জননে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড কোশকে (শুক্রাণু, ডিম্বাণু এবং রেণু) জনন কোশ বলে।
প্রশ্ন:৫
মাইটোকন্ড্রিয়া এবং লাইসােজোম মধ্যস্থ দুটি করে উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
মাইটোকন্ড্রিয়া মধ্যস্থ উৎসেচক—সাইট্রেট সিন্থেটেজ, অ্যাকোনাইটেজ।
লাইসােজোম মধ্যস্থ উৎসেচক—α-গ্লুকোসাইডেজ, β-গ্যালাকটোসাইডেজ।
প্রশ্ন:৬
ইনিউলিন কোথায় থাকে ?
উত্তর:
ইনিউলিন উদ্ভিদকোশে সঞ্চিত একপ্রকারের পলিস্যাকারাইড। ডালিয়ার কন্দ মূলে এটি প্রচুর পরিমাণে থাকে।
প্রশ্ন:৭
কোন্ কোন্ কোশ অঙ্গাণু কেবল উদ্ভিদকোশে দেখা যায় ?
উত্তর:
বিভিন্ন প্রকারের প্লাসটিড, ডিকটিওজোম, গ্লাইঅক্সিজোম।
প্রশ্ন:৮
কোনাে একটি সজীব কোশ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়াগুলিকে অপসারিত করলে কোশের কোন্ কাজের বিঘ্ন ঘটবে ?
উত্তর:
কোশের সবাত শ্বসনের ক্রেবস চক্র সম্পন্ন হবে না।
প্রশ্ন:৯
হেটারােফ্যাগােজোম কী ?
উত্তর:
পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী লাইসােজোমকে হেটারােফ্যাগোজোম বলে। ফ্যাগােসাইটোসিস প্রক্রিয়ায় কোশপর্দা কর্তৃক সৃষ্ট ফ্যাগােজোম প্রি-লাইসােজোমের সঙ্গে মিলিত হয়ে হেটারােফ্যাগােজোম গঠন করে।
প্রশ্ন:১০
রেসিডিউয়াল বডি বলতে কী বােঝো ?
উত্তর:
খাদ্যবস্তু পরিপাকের পর অপাচ্য খাদ্যসহ গৌণ লাইসােজোমকে রেসিডিউয়াল বডি (Residual body) বলে।

Comments
Post a Comment