নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
প্রথম শ্রেণির প্রােটিন কাকে বলে ?
উত্তর:
যেসব প্রােটিনে সব কটি অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড থাকে, তাদের প্রথম শ্রেণির প্রােটিন বলে।
যেমন—প্রাণীজ প্রােটিন।
প্রশ্ন:২
প্রােটিন ক্যালােরি অপুষ্টি কী জন্য হয় ? এটি কত প্রকার ?
উত্তর:
শৈশবকালে যদি একাধারে প্রােটিন ও ক্যালােরির অভাব ঘটে, ফলে যে অপুষ্টি দেখা যায় তাকে প্রােটিন ক্যালােরি অপুষ্টি (PCM/PEM) বলে।
এই অপুষ্টি দু-রকমের—
i. কোয়াশিওরকর ও
ii. ম্যারাসমাস।
প্রশ্ন:৩
গঠন অনুসারে প্রােটিন কত রকমের হয় ?
উত্তর:
গঠন অনুসারে প্রোটিন বিভিন্ন প্রকারের হয়,
যেমন— প্রাইমারি প্রােটিন, সেকেন্ডারি প্রােটিন, টারসিয়ারি প্রােটিন ও কোয়ারটারনারি প্রোটিন।
প্রশ্ন:৪
কার্বোহাইড্রেট কাকে বলে ?
উত্তর:
কার্বোহাইড্রেট হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের এমন এক জৈব যৌগ যাতে Cm(H2O)n সংকেত দ্বারা প্রকাশ করা যায়।
প্রশ্ন:৫
প্রােটিনের দুটি ধর্ম উল্লেখ করাে।
উত্তর:
(i) প্রােটিন জলে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়।
(ii) তাপ প্রয়ােগে প্রােটিন তঞ্চিত হয়, তখন প্রােটিনের কার্যক্ষমতা লােপ পায়।
প্রশ্ন:৬
ম্যারাসমাসের কয়েকটি লক্ষণ উল্লেখ করাে।
উত্তর:
ম্যারাসমাসের প্রধান লক্ষণ হল—
(i) দেহ শীর্ণ ও অস্থিচর্মসার,
(ii) পেশি ধ্বংস হয়ে যাওয়ায় হাত-পা সরু হয়,
(iii) চোখ কোটরাগত হয় এবং মুখমণ্ডল বুড়ােদের মতাে হয়।
প্রশ্ন:৭
প্রােটিনকে কত ভাগে ভাগ করা হয়েছে ? প্রত্যেকের দুটি করে উদাহরণ দাও।
উত্তর:
👉সরল প্রােটিন—অ্যালবুমিন, গ্লোবিউলিন।
👉যুগ্ম প্রােটিন—গ্লাইকোপ্রোটিন, লাইপােপ্রােটিন।
👉ডিরাইভড প্রােটিন— ও পেপটোন, প্রােটিওজ।
প্রশ্ন:৮
কোয়াশিওরকরের লক্ষণগুলি কী কী ?
উত্তর:
কোয়াশিওরকরের লক্ষণগুলি হল—
(i) ইডিমা বা শােথ,
(ii) দেহের ওজন হ্রাস পাওয়া,
(iii) পেশি নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ে,
(iv) ত্বক আঁশযুক্ত ও ভঙ্গুর হয়।
প্রশ্ন:৯
দ্বিতীয় শ্রেণির প্রােটিন কাকে বলে ?
উত্তর:
যেসব প্রােটিনের মধ্যে সবকটি অপরিহার্য প্রােটিন থাকে না তাদের দ্বিতীয় শ্রেণির প্রােটিন বলে।
যেমন—উদ্ভিজ্জ প্রােটিন।
প্রশ্ন:১০
প্রােটিনের দুটি পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করাে।
উত্তর:
(i) প্রােটিন থেকে হরমােন সংশ্লেষিত হয়, উৎসেচক সংশ্লেষিত হয়।
(ii) প্রােটিন দেহগঠন, ক্ষয়পুরণ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
Comments
Post a Comment