নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ব্ল্যাকম্যান বিক্রিয়া কী ?
উত্তর:
বিজ্ঞানী ব্ল্যাকম্যান (1905) প্রথম সালােকসংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি আবিষ্কার করেছিলেন বলে তাঁর নাম অনুসারে অন্ধকার বিক্রিয়াগুলিকে একত্রে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে। তিনি প্রথম সালােকসংশ্লেষ প্রক্রিয়াটিকে আলােক দশা ও অন্ধকার দশায় বিভক্ত করেন। অন্ধকার দশায় কার্বনের আত্তীকরণ, গ্লুকোজ সংশ্লেষ RuBP পুনঃসংশ্লেষ প্রভৃতি ঘটে।
প্রশ্ন:২
কৃত্রিম আলােকে সালােকসংশ্লেষ ঘটে কী ?
উত্তর:
উপযুক্ত তীব্রতার কৃত্রিম আলােকে (ইলেকট্রিক আলাে) সালােকসংশ্লেষ ঘটে।
প্রশ্ন:৩
জলজ উদ্ভিদেরা কীভাবে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে ?
উত্তর:
জলজ উদ্ভিদেরা তাদের জলে নিমজ্জিত দেহাংশের বহিঃতল দিয়ে জলে দ্রবীভূত CO2 ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে বা জলে দ্রবীভূত কার্বনেট ও বাইকার্বনেট লবণ বা কার্বনিক অ্যাসিড শােষণ করে যা দেহকোশে বিশ্লিষ্ট হয়ে CO2-এর জোগান দেয়। এদের বায়বীয় অংশ দিয়ে এরা বাতাসের CO2 পত্ররন্ধ্র দিয়ে ব্যাপন প্রক্রিয়া শােষণ করে।
প্রশ্ন:৪
কোহল সন্ধান কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেন ছাড়াই ইস্ট নিঃসৃত উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, CO2 এবং তাপশক্তি (50 kcal) উৎপন্ন করে এবং দ্রবণটি গেঁজে ওঠে, তাকে কোহল সন্ধান বলে।
প্রশ্ন:৫
জলের ফোটোলিসিস কাকে বলে ?
উত্তর:
সালােকসংশ্লেষের আলােক বিক্রিয়ার সময় সূর্যালােকের ফোটন কণা শোষণ করে PS-II-এর গ্রানা অঞ্চলের ক্লোরােফিল উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত ক্লোরােফিল জলকে H+ ও OH- আয়নে বিশ্লিষ্ট করে। একে জলের আলােক বিয়ােজন বা ফোটেলিসিস বলে। প্রকৃতিতে হিল বিক্রিয়ার সময় জলের ফোটোলিসিস এবং O2 নির্গমন ঘটে।
প্রশ্ন:৬
স্ট্রোমা ও স্টোমাটার পার্থক্য করো।
উত্তর:
ক্লোরােপ্লাস্টের ধাত্রকে স্ট্রোমা বলে।
অপরপক্ষে, উদ্ভিদের ত্বক কলাতন্ত্রের অন্তর্গত (প্রধানত সবুজ পাতার) রক্ষীকোশ পরিবেষ্টিত বহিস্ত্বকীয় ছিদ্রগুলিকে পত্ররন্ধ্র বা স্টোমাটার বলে।
ক্লোরােপ্লাস্টের স্ট্রোমায় অন্ধকার বিক্রিয়াগুলি ঘটে পক্ষান্তরে, স্টোমাটার মাধ্যমে পরিবেশের সঙ্গে কোশান্তর স্থানের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে।
প্রশ্ন:৭
হিল বিকারক (Hill reagent) কী ?
উত্তর:
হিল বিক্রিয়ায় ব্যবহৃত হাইড্রোজেন গ্রাহক যৌগগুলি, যথা—পটাশিয়াম ফেরিক অক্সালেট, ইন্ডােফেনল প্রভৃতি যারা নিজেরা বিজারিত হয়ে জলকে জারিত হতে সাহায্য করে, তাদের হিল বিকারক বলে। প্রকৃতিতে NADP+ হল হিল বিকারক।
প্রশ্ন:৮
সূর্যালােকের কোন্ তরঙ্গদৈর্ঘ্যে সালােকসংশ্লেষ ঘটে ?
উত্তর:
সূর্যালােকের 400nm-700nm পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের আলােকে সালােকসংশ্লেষ ঘটে।
প্রশ্ন:৯
কেলভিন চক্র কাকে বলে ?
উত্তর:
বিজ্ঞানী কেলভিন, বেনসন (1954) প্রভৃতি বিজ্ঞানীরা ক্লোরেল্লায় C14 আইসােটোপ ব্যবহার করে অন্ধকার বিক্রিয়ায় কার্বনের গতিপথ পর্যবেক্ষণ করেন এবং সমগ্র চক্রাকার পথটি আবিষ্কার করেন। তাঁদের নাম অনুসারে অন্ধকার বিক্রিয়ার এই চক্রাকার সমগ্র পথটিকে কেলভিন চক্র বলে।
প্রশ্ন:১০
ফটোফসফোরাইলেশন কাকে বলে ?
উত্তর:
সালােকসংশ্লেষের আলােক বিক্রিয়ায় ATP উৎপাদন পদ্ধতিকে ফোটোফসফোরাইলেশন বলে। সূর্যালােক শােষণ করে উত্তেজিত ক্লোরােফিল অণু থেকে নির্গত উচ্চশক্তি সম্পন্ন ইলেকট্রন তার শক্তির সাহায্যে ADP ও Pi কে যুক্ত করে ATP সংশ্লেষ করে। ফোটোফসফোরাইলেশন দু-প্রকার—আবর্তাকার ও অনাবর্তাকার।
Comments
Post a Comment