নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
রক্ত কী ? একে যােগকলা বলে কেন ?
উত্তর:
রক্ত হল রক্তরস ও রক্তকণিকা সহযােগে গঠিত অস্বচ্ছ, ক্ষারধর্মী তরল যােগ কলা। রক্তে কোশ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। রক্তে কোনাে ভিত্তিপর্দা থাকে না; তাই রক্তকে যােগ কলা বলে।
প্রশ্ন:২
শ্বেত কণিকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
(i) শ্বেত কণিকা আকৃতিবিহীন ও নিউক্লিয়াস যুক্ত।
(ii) শ্বেত কণিকা আমিবয়েড চলন প্রদর্শন করে এবং রক্তবাহের প্রাচীর ভেদ করতে পারে।
প্রশ্ন:৩
লােহিত রক্ত কণিকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
(i) লােহিত রক্ত কণিকা গােলাকার, দ্বিঅবতল, চাকতি সদৃশ।
(ii) মানুষের পরিণত লােহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না।
প্রশ্ন:৪
মনােসাইট ও লিম্ফোসাইট শ্বেত কণিকার কাজ লেখাে।
উত্তর:
মনােসাইট—ফ্যাগােসাইটোসিস।
লিম্ফোসাইট—অ্যান্টিবডি উৎপাদন।
প্রশ্ন:৫
অ্যারিওলার কলা কোথায় পাওয়া যায় ? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:
দেহের সর্বত্রই এই কলা দেখা যায়, বিশেষ করে রক্তবাহ ও স্নায়ুর ফাঁকে, ত্বকের নীচে এই কলা থাকে। বৈশিষ্ট্য—
(i) এই কলা বিভিন্ন অঙ্গ এবং এদের অংশবিশেষের বন্ধন ঘটায়।
(ii) এটি শথিল ও কোশীয় যােগ কলা।
প্রশ্ন:৬
নিউট্রোফিল, ইওসিনােফিল ও বেসােফিল শ্বেতকণিকার একটি করে কাজ লেখাে।
উত্তর:
নিউট্রোফিল—ফ্যাগােসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে।
ইওসিনােফিল—হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরােধ করে।
বেসােফিল—হেপারিন নিঃসরণ করে।
প্রশ্ন:৭
লােহিত কণিকার সংখ্যা বেড়ে গেলে ও কমে গেলে কী রােগ হয় ?
উত্তর:
লােহিত কণিকার সংখ্যা বেড়ে গেলে পলিসাইথেমিয়া এবং কমে গেলে অ্যানিমিয়া রােগ হয়।
প্রশ্ন:৮
অ্যাডিপােজ কলা কোথায় থাকে ? এই কলার বৈশিষ্ট্য কী ?
উত্তর:
এই কলা চর্মের নীচে (প্যানিকুলাস অ্যাডিপােজ), মেসেন্ট্রি, ওমেন্টাম, তিমির ব্লাবারে, উটের কুঁজে l, মহিলাদের স্তনে, অস্থিমজ্জা ইত্যাদি স্থানে থাকে।
বৈশিষ্ট্য—
(i) ফ্যাট সঞ্চয়কারী হিসেবে কাজ করে,
(ii) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
প্রশ্ন:৯
লােহিত কণিকার প্রধান কাজ কী ?
উত্তর:
লােহিত কণিকার প্রধান কাজ হল O2, এবং CO2, পরিবহণ করা।
প্রশ্ন:১০
রক্তের সাকার উপাদানগুলি কী কী ?
উত্তর:
রক্তের সাকার উপাদানগুলি হল—লােহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা।
Comments
Post a Comment