নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
মাইটোটিক স্পিন্ডল কী ?
উত্তর:
যে স্পিন্ডল নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম থেকে তৈরি হয় তাকে মাইটোটিক স্পিন্ডল বলে।
যথা—উদ্ভিদ কোশের স্পিন্ডল।
প্রশ্ন:২
মেটাকাইনেসিস কী ?
উত্তর:
প্রােমেটাফেজ দশায় কোশের কেন্দ্রস্থলে সাইটোপ্লাজমে ক্রোমােজোমগুলি যে পদ্ধতিতে একত্রিত হয় তাকে মেটাকাইনেসিস বলে।
প্রশ্ন:৩
হােমােটাইপিক বিভাজন কী ?
উত্তর:
যে বিভাজনে অপত্য কোশ মাতৃকোশের সমান সংখ্যক ক্রোমােজোম পায় অর্থাৎ সদৃশ হয়, তাকে হােমােটাইপিক বিভাজন বলে,
যেমন—মাইটোসিস, দ্বিতীয় মিয়ােসিস।
প্রশ্ন:৪
কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে এবং কোন্ দশায় এর পুনরাবির্ভাব ঘটে ?
উত্তর:
কোশ বিভাজনে প্রফেজ দশার অন্তিম পর্যায়ে নিউক্লিওলাস অবলুপ্ত হতে শুরু করে এবং প্রােমেটাফেজ দশায় সম্পূর্ণ অবলুপ্ত হয়। টেলােফেজ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে।
প্রশ্ন:৫
মুক্ত কোশ বিভাজন কী ?
উত্তর:
জীবদেহে কোশ বিভাজন ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন-এর মাধ্যমে সমাপ্ত হয়। অনেকক্ষেত্রে একাধিকবার নিউক্লিয়াস বিভাজন হওয়ার পরেও সাইটোপ্লাজমের বিভাজন ঘটে না। তখন মাতৃকোশের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস সৃষ্টি হয়। এরকম কোশ বিভাজনকে মুক্ত কোশ বিভাজন বলে। ভাউকেরিয়া নামক শৈবালে এরকম কোশ বিভাজন দেখা যায়। ফলে ভাউকেরিয়ার কোশদেহটি বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনােসাইটিক প্রকৃতির হয়।
প্রশ্ন:৬
ইন্টারকাইনেসিস কী ?
উত্তর:
মিয়ােসিস কোশ বিভাজনে টেলােফেজ-I-এর শেষ ও প্রফেজ-II শুরুর মধ্যবর্তী স্থির দশাকে ইন্টারকাইনেসিস বা ইন্টারফেজ-II বলে। এই দশায় DNA-র প্রতিলিপি গঠিত হয় না।
প্রশ্ন:৭
অ্যানঅ্যাস্ট্রাল মাইটোসিস কী ?
উত্তর:
যে মাইটোসিসে স্পিন্ডল সেন্ট্রিওল থেকে তৈরি হয় না তাকে অ্যানঅ্যাস্ট্রাল মাইটোসিস বলে। যথা—উদ্ভিদ কোশের মাইটোসিস।
প্রশ্ন:৮
হেটারােটাইপিক বিভাজন কী ?
উত্তর:
যে বিভাজনে অপত্য কোশ মাতৃকোশের অর্ধসংখ্যক ক্রোমােজোম পায় অর্থাৎ অসদৃশ হয়, তাকে হেটারােটাইপিক বিভাজন বলে।
যেমন—প্রথম মিয়ােসিস।
প্রশ্ন:৯
অ্যাস্ট্রাল মাইটোসিস কী ?
উত্তর:
যে মাইটোসিসে স্পিন্ডল সেন্ট্রিওল থেকে তৈরি হয় তাকে অ্যাস্ট্রাল বা অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস বলে।
যথা—প্রাণী কোশের মাইটোসিস।
প্রশ্ন:১০
সেন্ট্রিওলার স্পিন্ডল কী ?
উত্তর:
যে স্পিন্ডল সেন্ট্রিওল থেকে তৈরি হয় তাকে সেন্ট্রিওলার স্পিন্ডল বলে। যথা—প্রাণী কোশের স্পিন্ডল।
Comments
Post a Comment