নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
রাইজোপ্লাস্ট কী ? এটি কোথায় দেখা যায় ?
উত্তর:
সেন্ট্রিওল ও ব্লেফারােপ্লাস্টের সংযােগ রক্ষাকারী তন্তুকে রাইজোপ্লাস্ট (Rhizoplast) বলে। এটি ক্ল্যামাইডােমােনাস নামক শৈবালে দেখা যায়।
প্রশ্ন:২
পছন্দযুক্ত ভেদ্যতা কাকে বলে ?
উত্তর:
যখন কোনাে একক পর্দা দ্রাবক ও দ্রাব অণু উভয়কেই নিজের প্রয়ােজন অনুসারে কোশে প্রবেশ করতে দেয়, তখন পর্দার এই বৈশিষ্ট্যকে পছন্দযুক্ত ভেদ্যতা বলে।
প্রশ্ন:৩
অধিকাংশ পাতার রং সবুজ হওয়ার কারণ কী ?
উত্তর:
পাতায় মেসােফিল কলার কোশে প্রচুর পরিমাণে সবুজ রঞ্জকপূর্ণ ক্লোরােপ্লাস্ট থাকার জন্য পাতার বর্ণ সবুজ হয়। ক্লোরােফিল থাকার জন্য পাতা সালােকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে। এই কারণেই অধিকাংশ পাতা সবুজ হয়।
প্রশ্ন:৪
ক্ল্যামাইডিয়া কাকে বলে ?
উত্তর:
ক্ল্যামাইডিয়া এক ধরনের ব্যাকটেরিয়া সদৃশ পূর্ণ পরজীবী এককোশী অণুজীব। এরা চোখের কনজাংটিভাইটিস এবং ‘টিয়াপাখির জ্বর’ রােগ সৃষ্টি করে।
প্রশ্ন:৫
ক্লোরােপ্লাস্টের কোথায় ক্লোরােফিল অণু থাকে ?
উত্তর:
ক্লোরােপ্লাস্টের থাইলাকয়েড মধ্যস্থ কোয়ান্টাজোম দানার মধ্যে ক্লোরােফিল অণু থাকে।
প্রশ্ন:৬
একটি মাইটোকন্ড্রিয়াবিহীন কোশের উদাহরণ দাও।
উত্তর:
মানুষের পূর্ণাঙ্গ লােহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না।
প্রশ্ন:৭
প্রােনিউক্লিয়াস কাকে বলে ?
উত্তর:
নিষেকের পূর্বে নিষেকে অংশগ্রহণকারী জনন কোশের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে প্রােনিউক্লিয়াস (Pronucleus) বলে।
প্রশ্ন:৮
প্রােটোপ্লাজমে পাওয়া যায় এমন দুটি ক্ষরণ বস্তু, দুটি জৈব যৌগ এবং দুটি ট্রেস এলিমেন্টের উদাহরণ দাও।
উত্তর:
👉ক্ষরণ বস্তু—হরমােন ও উৎসেচক।
👉জৈব যৌগ—শ্বেতসার, প্রােটিন।
👉ট্রেস এলিমেন্ট—বােরন, ম্যাঙ্গানিজ।
প্রশ্ন:৯
প্লাজমাপর্দার প্রধান ভূমিকা কী ?
উত্তর:
প্লাজমাপর্দার প্রধান ভূমিকা হল সজীব কোশের বহিঃ ও অন্তঃমাধ্যমের মাঝে একটি অভিস্রবণীয় বাধা হিসেবে উপস্থিত থাকা। এটি ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করা।
প্রশ্ন:১০
ক্যারােটিনয়েডের কাজ উল্লেখ করাে।
উত্তর:
ক্যারােটিনয়েড সালােকসংশ্লেষে আনুষঙ্গিক রঞ্জক হিসেবে এবং উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে। এ ছাড়া ক্লোরােফিলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাও এর একটি বিশেষ কাজ।
Comments
Post a Comment