শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
বালব্ বা কন্দ কাকে বলে ?
উত্তর:
যে সব মৃদগত কাণ্ড সর্বাপেক্ষা ছােটো চাকতির মতাে এবং সঞ্চিত খাদ্যবিহীন, কাণ্ডে পর্ব ও সংকুচিত পর্বমধ্য থাকে এবং রসালাে শল্কপত্রযুক্ত হয়, কাণ্ডের নীচে অসংখ্য গুচ্ছমূল থাকে এবং অনুকূল ঋতুতে ভৌমপুষ্পদণ্ড সৃষ্টি হয়, তাদের বালব্ বা কন্দ বলে। পেয়াজ, রসুন ইত্যাদির কাণ্ড এই রকমের।
প্রশ্ন:২
পর্ণকাণ্ড বা ফাইলােক্ল্যাড কাকে বলে ?
উত্তর:
যেসব কাণ্ড খর্ব, স্থূল, রসালাে এবং পাতার মতাে চ্যাপটা ও সবুজ, তাদের পর্ণকাণ্ড বলে। ফণীমনসা উদ্ভিদে পর্ণকাণ্ড দেখা যায়।
প্রশ্ন:৩
বুলবিল কী ?
উত্তর:
কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার ধারণ করলে তাকে বুলবিল বলে। এই মুকুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। চুপড়ি আলু, কন্দ পুষ্প ইত্যাদিতে বুলবিল দেখা যায়।
প্রশ্ন:৪
সাকার বা ঊর্ধ্বধাবক কাকে বলে ?
উত্তর:
যেসব কাণ্ড মাটির নীচে অবস্থিত কাণ্ডের কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে কিছুটা মাটির নীচে বিস্তার লাভ করে এবং পরবর্তী অংশ মাটির উপরে উঠে এসে বায়বীয় বিটপ গঠন করে এবং পর্ব ও পর্বমধ্য ধারণ করে, তাদের সাকার বা ঊর্ধ্বধাবক বলে। চন্দ্রমল্লিকার কাণ্ড এইপ্রকারের।
প্রশ্ন:৫
রাইজোম বা গ্রন্থিকন্দ কী ?
উত্তর:
যে সব মৃদগত কাণ্ড খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও রসালাে হয় এবং পর্ব, পর্বমধ্য, মুকুল ও শল্কপত্র ধারণ করে, মাটির নীচে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় এবং নির্দিষ্ট আকৃতিবিহীন হয়, তাদের রাইজোম বা গ্রন্থিকন্দ বলে। আদা, হলুদ ইত্যাদি কাণ্ড এই ধরনের।
প্রশ্ন:৬
অফসেট বা হ্রস্বধাবক কাকে বলে ?
উত্তর:
যেসব অর্ধবায়বীয় কাণ্ডের পর্বগুলি খুব ছােটো এবং স্থূল হয়ে কাণ্ডটি খর্বাকার হয়েছে এবং পর্ব থেকে অস্থানিক মূল ও পাতা সৃষ্টি হয়, তাদের অফসেট বা হ্রস্বধাবক বা খর্বধাবক বলে। কচুরিপানায় এইরকম ধাবক দেখা যায়।
প্রশ্ন:৭
করম্ বা গুঁড়িকন্দ কাকে বলে ?
উত্তর:
যে সব মৃদগত কাণ্ড খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে গােলাকার ও বৃহদাকার হয় এবং মুকুল, শল্কপত্র, পর্ব ও পর্বমধ্য ধারণ করে, তাদের করম্ বা গুঁড়িকন্দ বলে।
যেমন—ওল।
প্রশ্ন:৮
স্টোলন বা বক্ৰধাবক কাকে বলে ?
উত্তর:
যেসব কাণ্ড মাতৃউদ্ভিদের ভূনিম্নস্থ কাণ্ড থেকে উৎপন্ন হয়ে বক্রাকারে ভূমি থেকে ওপরে উঠে আসে এবং কিছুটা বৃদ্ধি পেয়ে পুনরায় ভূমি স্পর্শ করে এবং ভূমি সংলগ্ন পর্ব থেকে অস্থানিক মূল ও বিটপ সৃষ্টি করে, তাদের স্টোলন বা বক্ৰধাবক বলে। মেন্থা, স্ট্রবেরি এই ধরনের কাণ্ড।
প্রশ্ন:৯
রানার বা ধাবক কাকে বলে ?
উত্তর:
যেসব কাণ্ড মাতৃ উদ্ভিদের কাণ্ডের সবচেয়ে নীচের পর্বের কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে মাটির ওপর সমান্তরালভাবে বৃদ্ধি পায়, পর্বমধ্যগুলি দীর্ঘ হয়, তাদের রানার বা ধাবক বলে,
যেমন—শুশনি, থানকুনি, আমরুল ইত্যাদির কাণ্ড।
প্রশ্ন:১০
টিউবার বা স্ফীতকন্দ কাকে বলে ?
উত্তর:
ভূনিম্নস্থ কাণ্ডের কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখাপ্রশাখার অগ্রভাগ যখন স্ফীত ও গোলাকার ধারণ করে এবং পর্ব, পর্বমধ্য, মুকুল ও শল্কপত্র ধারণ করে, তখন সেই প্রকার মৃদগত কাণ্ডকে টিউবার বা স্ফীতকন্দ বলে। আলু এই প্রকারের কাণ্ড।

Comments
Post a Comment