নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে ?
উত্তর:
সবাত শ্বসনের শেষ পর্যায়ে ইলেকট্রন পরিবহণ পদ্ধতিতে ইলেকট্রন ও H+ আয়নের আণবিক অক্সিজেনের (O2) সঙ্গে যুক্ত হওয়ার পথে F0-F1 বস্তু মাধ্যমে ATP উৎপাদনকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে।
প্রশ্ন:২
শটন ও সন্ধান কী ?
উত্তর:
শটন (putrefaction) হল অণুজীব কর্তৃক জৈব বস্তুর পচন ক্রিয়া, বিশেষত প্রােটিন জাতীয় বস্তুর অসম্পূর্ণ সবাত জারণ, যার ফলে দুর্গন্ধ যুক্ত যৌগের সৃষ্টি হয়। অপরপক্ষে, সন্ধান (fermentation) হল সজীব কোশের একরকমের অবাত জারণ প্রক্রিয়া, যার ফলে তাপ ও জৈব পদার্থ সৃষ্টি হয়।
প্রশ্ন:৩
ক্রেবস চক্রের বিক্রিয়াগুলিতে কোথাও অক্সিজেন ব্যবহার হয় না অথচ অক্সিজেনের অনুপস্থিতিতে ক্রেবস্ চক্র বন্ধ হয়ে যায় কেন ?
উত্তর:
ক্রেবস চক্রের বিক্রিয়াগুলিতে জারিত সহ-উৎসেচক NAD+, EAD+ প্রয়ােজন হয় এবং এগুলি বিজারিত হয়ে NADH+H+, FADH+H+ -তে পরিণত হয়। প্রান্তীয় শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে এগুলি জারিত হয় এবং পূনরায় ক্রেবস্ চক্রে অংশগ্রহণ করে। কোশে অক্সিজেন না থাকলে বিজারিত সহ-উৎসেচকগুলি জারিত হয়ে পুনরায় ব্যবহৃত হতে পারে না ফলে ক্রেবস চক্র বন্ধ হয়ে যায়।
প্রশ্ন:৪
অ্যাসিটাইল Co-A-কে বিপাকীয় পথের প্রবেশ দ্বার বলা হয় কেন ?
উত্তর:
শর্করা ও ফ্যাট বিপাকের সাধারণ অন্তর্বর্তী (common intermediate) যৌগ হল অ্যাসিটাইল Co-A। এটি ক্রেবস চক্রে প্রবেশকারী যৌগ। একে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযােগরক্ষাকারী যৌগও বলা হয়। সেই কারণে অ্যাসিটাইল Co-A-কে বিপাকীয় পথের প্রবেশ দ্বার বলা হয়।
প্রশ্ন:৫
কোশীয় শ্বসন কাকে বলে ?
উত্তর:
কোশ মধ্যস্থ জৈব বস্তুর উৎসেচক নিয়ন্ত্রিত বিক্রিয়া মাধ্যমে পর্যায়ক্রমিক জারণ ও শক্তি উৎপাদন পদ্ধতিকে কোশীয় শ্বসন বলে।
যথা—গ্লাইকোলাইসিস, ক্রেবস্ চক্র ইত্যাদি।
প্রশ্ন:৬
আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইডের কাজ কী কী ?
উত্তর:
আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইডের প্রধান কয়েকটি কাজ হল—
(i) H2CO3 গঠন,
(ii) শ্বসকেন্দ্রকে উদ্দীপিত করা,
(iii) বৃক্কের সহায়তায় অ্যাসিড ও ক্ষারের সাম্যতা বজায় রাখা।
প্রশ্ন:৭
গ্লাইকোলাইসিস পদ্ধতিতে নিট্ কত অণু ATP লাভ হয় ?
উত্তর:
গ্লাইকোলাইসিস পদ্ধতিতে প্রতি অণু গ্লুকোজ জারণের পথে 8 অণু বা 10 অণু ATP উৎপন্ন হয় এবং 2 অণু ATP ব্যয় হয়। অতএব নিট্ লাভ হয় 8–2= 6 অণু ATP (গ্লিসারল-ফসফেট শার্টল সিস্টেমে অধিকাংশ ইউক্যারিওট) অথবা 10–2= 8 অণু ATP (ম্যালেট-অ্যাসপারটেট শাটল সিস্টেমে বায়ুজীবী প্রোক্যারিওাটে ও কিছু ইউক্যারিওটে)।
প্রশ্ন:৮
আমরা যদি একটি লম্বা নলের সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি তা সহজসাধ্য হয় না কেন ?
উত্তর:
লম্বা নলের সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালানাে সহজসাধ্য নয়, কারণ লম্বা নলে ডেড-স্পেস বেশি থাকার জন্য ব্যক্তি কম অক্সিজেন পায়, ফলে তাকে বেশি অক্সিজেন পাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হয়।
প্রশ্ন:৯
গ্লুকোজ জারণের বিকল্প পথ কোনটিকে বলা হয় ?
উত্তর:
পেন্টোজ ফসফেট পথ (PPP) কে গ্লুকোজ জারণের বিকল্প পথ বলা হয়। লােহিত কণিকা, যকৃৎ কোশে এই পথের বিক্রিয়াগুলি সংঘটিত হয়। এই পথে প্রতি অণু গ্লুকোজ থেকে 36 অণু ATP পাওয়া যায়।
প্রশ্ন:১০
সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলে ?
উত্তর:
উৎসেচকের উপস্থিতিতে শ্বসন বস্তুর জারণ বিক্রিয়ায় উদ্ভূত শক্তি দ্বারা সরাসরি ATP উৎপাদনকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে।
যথা—গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 1, 3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড→3-ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষ কালে ATP উৎপাদন। ক্রেবস্ চক্রে সাক্সিনিল Co-A→সাক্সিনিক অ্যাসিড গঠন পর্যায়ে GTP উৎপাদন।
Comments
Post a Comment