নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
ম্যাক্রোমলিকিউল কাকে বলে ?
উত্তর:
যেসব রাসায়নিক পদার্থ অপেক্ষাকৃত জটিল গঠনের এবং যাদের আণবিক ওজন বেশি তাদের ম্যাক্রোমলিকিউল বলে। যেমন নিউক্লিক অ্যাসিড, প্রােটিন, লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি।
প্রশ্ন:২
মাইক্রোমলিকিউল কাকে বলে ?
উত্তর:
বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে যারা আকৃতিতে ছােটো এবং আণবিক ওজন কম তাদের মাইক্রোমলিকিউল বলে।
যেমন—সরল শর্করা, অ্যামাইনাে অ্যাসিড, নিউক্লিওটাইড এবং খনিজ পদার্থ।
প্রশ্ন:৩
অ-অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব অ্যামাইনাে অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় ফলে খাদ্যের সঙ্গে গ্রহণ করতে হয় না, তাদের অ-অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড বলে।
যেমন—সিসটিন, প্রােলিন, গ্লাইসিন, সেরিন, অ্যালানিন, টাইরােসিন ইত্যাদি।
প্রশ্ন:৪
কয়েকটি উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রােটিনের উদাহরণ দাও।
উত্তর:
উদ্ভিজ্জ প্রােটিন—ডাল, সয়াবিন, গম ইত্যাদি ।
প্রাণীজ প্রােটিন—মাছ, মাংস, ডিম, ছানা ইত্যাদি।
প্রশ্ন:৫
বায়ােমলিকিউল কাকে বলে ?
উত্তর:
কোশে অবস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থগুলির মধ্যে যেগুলি কোশ নিজে তৈরি করতে পারে সেগুলিকে জৈব অণু বা বায়ােমলিকিউল বলে।
প্রশ্ন:৬
কোশীয় রাসায়নিক মজুত বা সেলুলার কেমিক্যাল পুল কাকে বলে ? এর সংখ্যা কত ?
উত্তর:
কোশের ভিতরে যত রাসায়নিক পদার্থ থাকে তাদের কোশীয় রাসায়নিক মজুত বা সেলুলার কেমিক্যাল পুল বলে। এর সংখ্যা প্রায় 5000।
প্রশ্ন:৭
প্রােটিন কাকে বলে ?
উত্তর:
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সহযােগে গঠিত অ্যামাইনাে অ্যাসিডের মনােমার পেপটাইড বন্ধনী দিয়ে পরস্পর আবদ্ধ হয়ে যে জটিল জৈব যৌগ গঠন করে তাকে প্রােটিন বলে।
প্রশ্ন:৮
অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড কাকে বলে ?
উত্তর:
যেসব অ্যামাইনাে অ্যাসিড দেহে সংশ্লেষ হয় না, অথচ দেহের পক্ষে খুবই প্রয়ােজনীয় এবং আহারের মধ্য দিয়ে গৃহীত হয়, তাদের অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড বলে।
প্রশ্ন:৯
অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিডগুলি কী কী ?
উত্তর:
অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিডগুলি হল—লিউসিন, আইসােলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপটোফ্যান, থ্রিওনিন ও ভ্যালিন।
প্রশ্ন:১০
ট্রেস এলিমেন্ট কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
কোশের প্রােটোপ্লাজমে যেসব পদার্থ খুব কম পরিমাণে থাকে তাদের ট্রেস এলিমেন্ট বলে।
যেমন—ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, কোবাল্ট, মলিডিনাম, আয়ােডিন, নিকেল, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি।
Comments
Post a Comment