বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
ফুলের বিভিন্ন অংশে রঞ্জক পদার্থের তিনটি রাসায়নিক শ্রেণির নাম উল্লেখ করো।
উত্তর:
ফুলের রঞ্জক পদার্থের তিনটি রাসায়নিক শ্রেণি হল যথাক্রমে—
i. ক্যারােটিনয়েডস,
ii. ফ্ল্যাভােনয়েডস এবং
iii. বিটালিনস।
প্রশ্ন:২
রাইবােফোরিন কাকে বলে ?
উত্তর:
অমসৃণ এন্ডােপ্লাজমিক রেটিকিউলামের গাত্রে অবস্থিত যে প্রােটিনের সাহায্যে রাইবােজোম ER-এর সিস্টারনি পর্দার সঙ্গে যুক্ত থাকে, তাকে রাইবােফোরিন (Ribophorin) বলে। রাইবােফোরিন রাইবােজোম সংশ্লেষিত প্রােটিনকে সিস্টারনির মধ্যে স্থানান্তরিত হতে সাহায্য করে।
প্রশ্ন:৩
লাইসােজোম মধ্যস্থ উৎসেচকের কাজ উল্লেখ করাে।
উত্তর:
লাইসােজোম মধ্যস্থ উৎসেচকের কাজ হল—শর্করা, ফ্যাট প্রােটিন ইত্যাদি জটিল জৈব যৌগের পাচনে অংশ নেওয়া।
প্রশ্ন:৪
CGN TGN কাকে বলে ?
উত্তর:
গলগি বডির সৃষ্টির সময় তলের দিকে টিউবিউলগুলি পরস্পর যুক্ত হয়ে যে জালকের মতাে গঠন তৈরি করে তাকে CGN অর্থাৎ সিন গলগি নেটওয়ার্ক বলে।
অপরপক্ষে, পরিণত গলগি বডির তলের দিকে টিউবিউল দিয়ে গঠিত জালক ও ভ্যাকুলগুলিকে একত্রে TGN অর্থাৎ ট্রান্স গলগি নেটওয়ার্ক বলে।
প্রশ্ন:৫
প্লিওমরফিজম কাকে বলে ?
উত্তর:
একই রকম কোশের বিভিন্ন রকম আকার ধারণকে প্লিওমরফিজম বলে। কোনাে কোনাে ব্যাকটেরিয়া কোশের ক্ষেত্রে প্লিওমরফিজম (Pleomorphism) দেখা যায়।
প্রশ্ন:৬
প্লাস্টিডােম ও প্লাস্টিডোেরাইবােজোম কাকে বলে ?
উত্তর:
ক্লোরােপ্লাস্টে যে নগ্ন ও চক্রাকার DNA থাকে তাকে প্লাস্টিডােম (Plastidome) বলে। ক্লোরােপ্লাস্টে অবস্থিত 70S রাইবােজোমগুলিকে প্লাস্টিডােরাইবােজোম (Plastidoribosome) বলে।
প্রশ্ন:৭
রাইবােজোমের ‘S' প্রােটিন এবং 'L' প্রােটিন বলতে কী বােঝাে ?
উত্তর:
রাইবােজোমের ক্ষুদ্র উপএকক গঠনকারী প্রােটিনকে ‘S' প্রােটিন এবং বৃহৎ উপএকক গঠনকারী প্রােটিনকে 'L' প্রােটিন বলে। 80S রাইবােজোমের 40S অধঃএকক হল ‘S' প্রােটিন এবং 60S অধঃএকক হল 'L' প্রােটিন।
প্রশ্ন:৮
মিটোরাইবােজোম বলতে কী বােঝাে ?
উত্তর:
মাইটোকন্ড্রিয়ার ধাত্রে উপস্থিত 55S রাইবােজোমকে মিটোরাইবােজোম (Mitoribosome) বলে।
প্রশ্ন:৯
ডিপ্লোজোম কী ?
উত্তর:
যখন একই কোশে দুটি সেন্ট্রিওল একত্রে থাকে তখন তাদের ডিপ্লোজোম (Diplosome) বলে।
প্রশ্ন:১০
উদ্ভিদ কোশের বিভিন্ন অ্যারগ্যাস্টিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
উদ্ভিদকোশের অ্যারগ্যাস্টিক পদার্থগুলি হল—
(i) সঞ্চিত পদার্থ—শ্বেতসার দানা, গ্লাইকোজেন, প্রােটিন দানা, জাইমােজেন দানা, তৈল বিন্দু, ইনিউলিন ইত্যাদি।
(ii) ক্ষরিত পদার্থ—উৎসেচক, নেকটার, রঞ্জক পদার্থ ইত্যাদি।
(iii) বর্জ্য পদার্থ—রজন, তরুক্ষীর, গঁদ, ধাতব কেলাস, ট্যানিন উপক্ষার ইত্যাদি।

Comments
Post a Comment