বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
রাইজোমর্ফ কী ?
রাইজোমর্ফ কী ?
উত্তর:
মূলের মতাে সােমাটিক হাইফার দলবদ্ধ অবস্থা, যেখানে হাইফা তার নিজস্বতা হারিয়ে, দলবদ্ধ নিয়মিত এককের মতাে আচরণ করে।
প্রশ্ন:২
অ্যাপ্লানােস্পাের কী ?
উত্তর:
প্রশ্ন:২
অ্যাপ্লানােস্পাের কী ?
উত্তর:
ছত্রাকের জুস্পাের-এর যখন কোনাে কোশপ্রাচীর থাকে না এবং তার একটি বা দুটি ফ্ল্যাজেলা থাকে, তাকে অ্যাপ্লানােস্পাের বলে।
প্রশ্ন:৩
টোনােপ্লাস্ট কী ?
প্রশ্ন:৩
টোনােপ্লাস্ট কী ?
উত্তর:
ইস্টের কোশের কেন্দ্রে একটি বৃহৎ ভ্যাকুল দখল করে থাকে, যাকে একটি পর্দা বেষ্টন করে থাকে, তাকে টোনােপ্লাস্ট বলে।
প্রশ্ন:৪
পেলিকল (Pelicle) কী ?
প্রশ্ন:৪
পেলিকল (Pelicle) কী ?
উত্তর:
ইউগ্লিনার সমগ্র দেহ একপ্রকার সঞ্চারণশীল আবরণী দ্বারা আবৃত থাকে, তাকে পেলিকল বলে।
প্রশ্ন:৫
হেটারােথ্যালিসম্ কী ?
প্রশ্ন:৫
হেটারােথ্যালিসম্ কী ?
উত্তর:
যে অবস্থার জন্য দুটি একই প্রকার জনন একক যৌন জননের জন্য পরস্পর মিলিত হয়।
প্রশ্ন:৬
ফ্র্যাগমেনটেশন কী ?
প্রশ্ন:৬
ফ্র্যাগমেনটেশন কী ?
উত্তর:
যে বিশেষ অঙ্গজ বিস্তার পদ্ধতিতে হাইফা বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় এবং ওই খণ্ডগুলি বৃদ্ধি পেয়ে নতুন মাইসেলিয়াম গঠন করে।
প্রশ্ন:৭
গ্যামেট্যানজিয়াল কপুলেশন বা জনন কোশাধারীয় মিলন এবং গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট বা জনন কোশাধারীয় স্পর্শ এদের মধ্যে একটি পার্থক্য লেখো।
প্রশ্ন:৭
গ্যামেট্যানজিয়াল কপুলেশন বা জনন কোশাধারীয় মিলন এবং গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট বা জনন কোশাধারীয় স্পর্শ এদের মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তর:
গ্যামেট্যানজিয়াল কপুলেশন—এই প্রক্রিয়ায় দুটি জনন কোষাধারের অভ্যন্তরস্থ সমগ্র বস্তুর মিলন ঘটে।
গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট—এই প্রক্রিয়ায় গ্যামেটগুলি একটি জনন কোশাধার (পুংধানী) থেকে অপর একটি জনন কোশাধারে (ডিম্বাণুস্থলী) সরাসরি স্থানান্তরিত হয়।
প্রশ্ন:৮
কনিডিওফোর কী ?
গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট—এই প্রক্রিয়ায় গ্যামেটগুলি একটি জনন কোশাধার (পুংধানী) থেকে অপর একটি জনন কোশাধারে (ডিম্বাণুস্থলী) সরাসরি স্থানান্তরিত হয়।
প্রশ্ন:৮
কনিডিওফোর কী ?
উত্তর:
যে বিশেষ ধরনের হাইফার উপরিভাগে অযৌন রেণু বা কনিডিয়া উৎপন্ন হয়, তাকে কনিডিওফোর বলে।
প্রশ্ন:৯
আলফাটক্সিন কী ?
প্রশ্ন:৯
আলফাটক্সিন কী ?
উত্তর:
অ্যাসকোমাইকোটিনার অন্তর্গত Aspergillus এক প্রকার বিষক্রিয়া সম্পন্ন পদার্থ উৎপন্ন করে, যাকে আলফাটক্সিন বলে।
প্রশ্ন:১০
ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট কী ?
প্রশ্ন:১০
ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট কী ?
উত্তর:
লাইকেন সর্বদা ঘনিষ্ঠ সম্পর্ক বিনিময়ে বিশ্বাসী সেক্ষেত্রে শৈবালের সঙ্গে লাইকেনের সম্পর্ককে ফাইকোবায়ন্ট এবং ছত্রাকের সঙ্গে লাইকেনের সম্পর্ককে মাইকোবায়ন্ট বলা হয়।

Comments
Post a Comment