নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
রাইজোমর্ফ কী ?
রাইজোমর্ফ কী ?
উত্তর:
মূলের মতাে সােমাটিক হাইফার দলবদ্ধ অবস্থা, যেখানে হাইফা তার নিজস্বতা হারিয়ে, দলবদ্ধ নিয়মিত এককের মতাে আচরণ করে।
প্রশ্ন:২
অ্যাপ্লানােস্পাের কী ?
উত্তর:
প্রশ্ন:২
অ্যাপ্লানােস্পাের কী ?
উত্তর:
ছত্রাকের জুস্পাের-এর যখন কোনাে কোশপ্রাচীর থাকে না এবং তার একটি বা দুটি ফ্ল্যাজেলা থাকে, তাকে অ্যাপ্লানােস্পাের বলে।
প্রশ্ন:৩
টোনােপ্লাস্ট কী ?
প্রশ্ন:৩
টোনােপ্লাস্ট কী ?
উত্তর:
ইস্টের কোশের কেন্দ্রে একটি বৃহৎ ভ্যাকুল দখল করে থাকে, যাকে একটি পর্দা বেষ্টন করে থাকে, তাকে টোনােপ্লাস্ট বলে।
প্রশ্ন:৪
পেলিকল (Pelicle) কী ?
প্রশ্ন:৪
পেলিকল (Pelicle) কী ?
উত্তর:
ইউগ্লিনার সমগ্র দেহ একপ্রকার সঞ্চারণশীল আবরণী দ্বারা আবৃত থাকে, তাকে পেলিকল বলে।
প্রশ্ন:৫
হেটারােথ্যালিসম্ কী ?
প্রশ্ন:৫
হেটারােথ্যালিসম্ কী ?
উত্তর:
যে অবস্থার জন্য দুটি একই প্রকার জনন একক যৌন জননের জন্য পরস্পর মিলিত হয়।
প্রশ্ন:৬
ফ্র্যাগমেনটেশন কী ?
প্রশ্ন:৬
ফ্র্যাগমেনটেশন কী ?
উত্তর:
যে বিশেষ অঙ্গজ বিস্তার পদ্ধতিতে হাইফা বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় এবং ওই খণ্ডগুলি বৃদ্ধি পেয়ে নতুন মাইসেলিয়াম গঠন করে।
প্রশ্ন:৭
গ্যামেট্যানজিয়াল কপুলেশন বা জনন কোশাধারীয় মিলন এবং গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট বা জনন কোশাধারীয় স্পর্শ এদের মধ্যে একটি পার্থক্য লেখো।
প্রশ্ন:৭
গ্যামেট্যানজিয়াল কপুলেশন বা জনন কোশাধারীয় মিলন এবং গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট বা জনন কোশাধারীয় স্পর্শ এদের মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তর:
গ্যামেট্যানজিয়াল কপুলেশন—এই প্রক্রিয়ায় দুটি জনন কোষাধারের অভ্যন্তরস্থ সমগ্র বস্তুর মিলন ঘটে।
গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট—এই প্রক্রিয়ায় গ্যামেটগুলি একটি জনন কোশাধার (পুংধানী) থেকে অপর একটি জনন কোশাধারে (ডিম্বাণুস্থলী) সরাসরি স্থানান্তরিত হয়।
প্রশ্ন:৮
কনিডিওফোর কী ?
গ্যামেট্যানজিয়াল কনট্যাক্ট—এই প্রক্রিয়ায় গ্যামেটগুলি একটি জনন কোশাধার (পুংধানী) থেকে অপর একটি জনন কোশাধারে (ডিম্বাণুস্থলী) সরাসরি স্থানান্তরিত হয়।
প্রশ্ন:৮
কনিডিওফোর কী ?
উত্তর:
যে বিশেষ ধরনের হাইফার উপরিভাগে অযৌন রেণু বা কনিডিয়া উৎপন্ন হয়, তাকে কনিডিওফোর বলে।
প্রশ্ন:৯
আলফাটক্সিন কী ?
প্রশ্ন:৯
আলফাটক্সিন কী ?
উত্তর:
অ্যাসকোমাইকোটিনার অন্তর্গত Aspergillus এক প্রকার বিষক্রিয়া সম্পন্ন পদার্থ উৎপন্ন করে, যাকে আলফাটক্সিন বলে।
প্রশ্ন:১০
ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট কী ?
প্রশ্ন:১০
ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট কী ?
উত্তর:
লাইকেন সর্বদা ঘনিষ্ঠ সম্পর্ক বিনিময়ে বিশ্বাসী সেক্ষেত্রে শৈবালের সঙ্গে লাইকেনের সম্পর্ককে ফাইকোবায়ন্ট এবং ছত্রাকের সঙ্গে লাইকেনের সম্পর্ককে মাইকোবায়ন্ট বলা হয়।
Comments
Post a Comment