বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
জলের দূরবর্তী সংবহন কী ?
উত্তর:
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মূল দ্বারা শােষিত জল জাইলেম বাহিকার মাধ্যমে সমগ্র উদ্ভিদ অঙ্গে প্রবাহিত হয়।
প্রশ্ন:২
মূলজ চাপ কী ?
উত্তর:
মূলরােম দ্বারা শােষিত জল কোশান্তর অভিস্রবণের মাধ্যমে বহিঃস্তরে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করে। বহিঃস্তরে পূর্ণ রসস্ফীত কোশগুলি মৃত জাইলেম বাহিকার মধ্যে যে উর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে তাকে মূলজ চাপ বলে। এর ফলে জলের উৎস্রোত ঘটে।
প্রশ্ন:৩
প্লাজমােলাইসিস কী ?
উত্তর:
সজীব উদ্ভিদ কোশকে অতিসারক দ্রবণে রাখলে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল কোশ থেকে বেরিয়ে যায় ফলে প্রােটোপ্লাজম সংকুচিত হয় যাকে প্লাজমােলাইসিস বলে।
প্রশ্ন:৪
ফ্লোয়েম লােডিং কী ?
উত্তর:
যে বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সালােকসংশ্লেষকারী মেসোফিল কলা থেকে প্রস্তুত করা শর্করা পাতার শিরায় উপস্থিত ফ্লোয়েম কলায় স্থানান্তরিত হয়, যাকে ফ্লোয়েম লােডিং বলে।
প্রশ্ন:৫
অভিস্রবণ চাপ কী ?
উত্তর:
কোন দ্রবণে যে চাপ প্রয়ােগে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের অন্তর্মুখী প্রবাহ বন্ধ করা যায়, তাকে অভিস্রবণ চাপ বলে।
প্রশ্ন:৬
সক্রিয় আয়ন শোষণ কী ?
উত্তর:
যে প্রক্রিয়ায় শ্বসনজাত শক্তিকে ব্যবহার করে ঘনত্বে নতিমাত্রার বিপরীতে খনিজ মৌল বা আয়নগুলি উদ্ভিদকোশে শােষিত হয় তাকে সক্রিয় আয়ন শােষণ বলে।
প্রশ্ন:৭
ডিপ্লাজমােলাইসিস কী ?
উত্তর:
প্লাজমােলাইজড উদ্ভিদকোশকে লঘুসারক দ্রবণে রাখলে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল কোশের ভিতরে প্রবেশ করে ও কোশটি ফুলে ওঠে যাকে ডিপ্লাজমােলাইসিস বলে।
প্রশ্ন:৮
বাম্পমােচন টান কী ?
উত্তর:
বাম্পমােচনের ফলে মেসােফিল কলায় যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায় তা জাইলেম বাহিকায় যে বিশেষ চোষণ চাপ সৃষ্টি করে মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধমুখে পরিবাহিত করে, তাকে বাষ্পমােচন টান বলে।
প্রশ্ন:৯
সিমপ্লাস্ট ও অ্যাপোপ্লাস্ট কী ?
উত্তর:
প্লাজমােডেসমাটার সজীব সাইটোপ্লাজমীয় সংযােগগুলির মাধ্যমে জলের পরিবহণকে সিমপ্লাস্ট বলে। বিভিন্ন কোশসমষ্টির মধ্যবর্তী কোশপ্রাচীর, আন্তঃকোশীয় অঞ্চলের মাধ্যমে জলের পরিবহণকে অ্যাপোপ্লাস্ট বলে।
প্রশ্ন:১০
অভিস্রবণ বিভব কী ?
উত্তর:
লঘুসারক দ্রবণ থেকে অতিসারক দ্রবণে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের গমন ক্ষমতাকে অভিস্রবণ বিভব বলে।

Comments
Post a Comment