নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
পেরিস্টোম দাঁত কী ?
উত্তর:
Funaria ক্যাপসুলের অগ্রভাগে উপস্থিত অপারকুলামের নীচে ডায়াফ্রামের প্রান্ত বরাবর দু-সারিতে বিন্যস্ত বর্ণহীন দাঁতের মতাে গঠনকে পেরিস্টোম দাঁত বলে।
প্রশ্ন:২
কানাডা বালসাম কী ?
উত্তর:
একপ্রকার উচ্চ প্রতিসরাঙ্কবিশিষ্ট রেজিন। Abies নামক ব্যক্তবীজী উদ্ভিদ থেকে পাওয়া যায়।
প্রশ্ন:৩
পেরিকিটিয়াল পাতা কী ?
উত্তর:
পুংশাখার অগ্রভাগে উপস্থিত পুংধানীগুলি ও স্ত্রীশাখার অগ্রভাগে উপস্থিত স্ত্রীধানীগুলি পাতার মতাে গঠন দ্বারা পরিবৃত থাকে তাকে পেরিকিটিয়াল পাতা বলে।
প্রশ্ন:৪
নিষেক কাকে বলে ?
উত্তর:
গঠন, প্রকৃতি ও আচরণগত দিক থেকে পৃথক দুটি গ্যামেট-এর মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী একটি নিষ্ক্রিয়, অপেক্ষাকৃতি বড়াে আকৃতির ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট (n) ভ্রূণস্থলীর মধ্যে অপেক্ষাকৃত ক্ষুদ্র, সক্রিয় একটি পুংগ্যামেটের সঙ্গে মিলিত হয়।
প্রশ্ন:৫
Oedogonium-এর মুখ্য বৈশিষ্ট্য কী কী ?
উত্তর:
(i) এদের ক্লোরােপ্লাস্ট জালিকাকার।
(ii) কোশের শীর্ষে টুপি থাকে।
প্রশ্ন:৬
লেগিউম কী ?
উত্তর:
এটি একটি শুষ্ক, বহুবীজী, একক, বিদারী, নিরস ফল। পরিপক্ব ফলের অঙ্কীয় ও পুষ্টির সন্ধি বিদীর্ণ হয়ে বীজ ছড়িয়ে পড়ে। উদাহরণ—মটর (Pisum sativum)।
প্রশ্ন:৭
রাইজোফোর কী ?
উত্তর:
কাণ্ডের শাখার সংযােগস্থল থেকে বর্ণহীন, পত্রহীন, পর্বমধ্যবিহীন দীর্ঘ স্তম্ভের মতাে উপাঙ্গকে রাইজোফোর বলে।
প্রশ্ন:৮
অটোসিয়াম ব্রায়ােফাইটা কী ?
উত্তর:
Funaria উদ্ভিদের বিভিন্ন শাখায় পুং ও স্ত্রীধানীর অবস্থান লক্ষ করা যায় বলে, Funaria-কে অটোসিয়াম ব্রায়ােফাইটা বলে।
প্রশ্ন:৯
হর্মোগােনিয়া কী ?
উত্তর:
নীলাভ সবুজ শৈবালে ট্রাইকোম গঠনের হেটারােসিস্ট স্থানে বা অন্য কোন স্থানে চাকতি গঠনের মাধ্যমে ছােটো ছােটো খণ্ডের উৎপন্ন হয়। ছােটো খণ্ডদের হর্মোগােনিয়াম বলে।
প্রশ্ন:১০
প্রােটোনিমা (Protonema) কী ?
উত্তর:
মস জাতীয় উদ্ভিদের রেণু অঙ্কুরােদ্গম করে বায়বীয়, শায়িত, সবুজ, লিঙ্গধর প্রকৃতির থ্যালাসের মতাে গঠনকে প্রােটোনিমা বলে।
Comments
Post a Comment