বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
পেরিস্টোম দাঁত কী ?
উত্তর:
Funaria ক্যাপসুলের অগ্রভাগে উপস্থিত অপারকুলামের নীচে ডায়াফ্রামের প্রান্ত বরাবর দু-সারিতে বিন্যস্ত বর্ণহীন দাঁতের মতাে গঠনকে পেরিস্টোম দাঁত বলে।
প্রশ্ন:২
কানাডা বালসাম কী ?
উত্তর:
একপ্রকার উচ্চ প্রতিসরাঙ্কবিশিষ্ট রেজিন। Abies নামক ব্যক্তবীজী উদ্ভিদ থেকে পাওয়া যায়।
প্রশ্ন:৩
পেরিকিটিয়াল পাতা কী ?
উত্তর:
পুংশাখার অগ্রভাগে উপস্থিত পুংধানীগুলি ও স্ত্রীশাখার অগ্রভাগে উপস্থিত স্ত্রীধানীগুলি পাতার মতাে গঠন দ্বারা পরিবৃত থাকে তাকে পেরিকিটিয়াল পাতা বলে।
প্রশ্ন:৪
নিষেক কাকে বলে ?
উত্তর:
গঠন, প্রকৃতি ও আচরণগত দিক থেকে পৃথক দুটি গ্যামেট-এর মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী একটি নিষ্ক্রিয়, অপেক্ষাকৃতি বড়াে আকৃতির ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট (n) ভ্রূণস্থলীর মধ্যে অপেক্ষাকৃত ক্ষুদ্র, সক্রিয় একটি পুংগ্যামেটের সঙ্গে মিলিত হয়।
প্রশ্ন:৫
Oedogonium-এর মুখ্য বৈশিষ্ট্য কী কী ?
উত্তর:
(i) এদের ক্লোরােপ্লাস্ট জালিকাকার।
(ii) কোশের শীর্ষে টুপি থাকে।
প্রশ্ন:৬
লেগিউম কী ?
উত্তর:
এটি একটি শুষ্ক, বহুবীজী, একক, বিদারী, নিরস ফল। পরিপক্ব ফলের অঙ্কীয় ও পুষ্টির সন্ধি বিদীর্ণ হয়ে বীজ ছড়িয়ে পড়ে। উদাহরণ—মটর (Pisum sativum)।
প্রশ্ন:৭
রাইজোফোর কী ?
উত্তর:
কাণ্ডের শাখার সংযােগস্থল থেকে বর্ণহীন, পত্রহীন, পর্বমধ্যবিহীন দীর্ঘ স্তম্ভের মতাে উপাঙ্গকে রাইজোফোর বলে।
প্রশ্ন:৮
অটোসিয়াম ব্রায়ােফাইটা কী ?
উত্তর:
Funaria উদ্ভিদের বিভিন্ন শাখায় পুং ও স্ত্রীধানীর অবস্থান লক্ষ করা যায় বলে, Funaria-কে অটোসিয়াম ব্রায়ােফাইটা বলে।
প্রশ্ন:৯
হর্মোগােনিয়া কী ?
উত্তর:
নীলাভ সবুজ শৈবালে ট্রাইকোম গঠনের হেটারােসিস্ট স্থানে বা অন্য কোন স্থানে চাকতি গঠনের মাধ্যমে ছােটো ছােটো খণ্ডের উৎপন্ন হয়। ছােটো খণ্ডদের হর্মোগােনিয়াম বলে।
প্রশ্ন:১০
প্রােটোনিমা (Protonema) কী ?
উত্তর:
মস জাতীয় উদ্ভিদের রেণু অঙ্কুরােদ্গম করে বায়বীয়, শায়িত, সবুজ, লিঙ্গধর প্রকৃতির থ্যালাসের মতাে গঠনকে প্রােটোনিমা বলে।

Comments
Post a Comment