বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
প্রােটেকটিভ অল কী ?
উত্তর:
যে স্থানটি বন নাও হতে পারে, যেখানে দিবারাত্রি বনরক্ষী উপস্থিত থেকে বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করা হয়।
প্রশ্ন:২
বিশেষ কয়েকটি জিন ব্যাংকের নাম উল্লেখ করাে।
উত্তর:
(a) The Vavilov Institute (USSR);
(b) National Seed Storage Laboratory ( USA );
(c) The National Bureau of Plant Genetic Researches (New Delhi)।
প্রশ্ন:৩
জীব ও জড়ের মধ্যে প্রধান পার্থক্য কী ?
উত্তর:
জীব আকার আয়তনযুক্ত প্রােটোপ্লাজম সংগঠন দ্বারা গঠিত, বৃদ্ধি, পরিব্যাক্তি, চলন-গমন বর্তমান, বংশবিস্তার ও বিপাক ক্রিয়ায় সক্ষম। জড় আকার ও আয়তন বিহীন, প্রােটোপ্লাজম অনুপস্থিত, বৃদ্ধি, পরিব্যাক্তি, চলন-গমন লক্ষিত নয় এবং বংশবিস্তার ও বিপাকীয় কার্যে অক্ষম।
প্রশ্ন:৪
ইন-সিটু সংরক্ষণ কাকে বলে ?
উত্তর:
প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলে।
প্রশ্ন:৫
গামা বৈচিত্র্য কী ?
উত্তর:
একটি বৃহৎ ভৌগােলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকেই গামা বৈচিত্র্য বলে।
প্রশ্ন:৬
পরিব্যক্তি কাকে বলে ?
উত্তর:
জিনের আকস্মিক কিন্তু স্থায়ী ও বংশানুক্রমে পরিবহণযােগ্য পরিবর্তনকে পরিব্যক্তি বলে।
প্রশ্ন:৭
জিনগত বৈচিত্র্য ?
উত্তর:
প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি জিনগতভিত্তি থাকে। এই কারণে জীবে জীবে প্রভেদ, জিনগত বিভিন্নতার ওপর নির্ভরশীল, তাই জিনগত বিভিন্নতায় সৃষ্ট বৈচিত্র্যকে জিনগত বৈচিত্র্য বলে।
প্রশ্ন:৮
হট স্পট নির্ধারণের শর্ত কী ?
উত্তর:
(a) Endemic প্রজাতির সংখ্যা, যেসব প্রজাতি দীর্ঘকাল ধরে তাদের বিশেষ স্থানেই সীমাবদ্ধ এরূপ প্রজাতির সংখ্যা।
(b) বিপন্ন প্রজাতির সংখ্যা যারা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে।
প্রশ্ন:৯
এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি কী কী ?
উত্তর:
(a) দেশের বিভিন্ন প্রান্তে বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীদের বােটানিক্যাল গার্ডেনস বা চিড়িয়াখানার মাধ্যমে সংরক্ষণ করা।
(b) জার্মপ্লাজম ব্যাংকে শুক্রাণু বা ডিম্বাণু সংরক্ষণ করা।
প্রশ্ন:১০
জীববৈচিত্র্যের জিনভাণ্ডার-এর ভূমিকা কী ?
উত্তর:
জীববৈচিত্র্য হল জিনভাণ্ডারের পরিচায়ক। এই জিনসম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। পছন্দসহ আহরিত জিন অন্য জীবে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়েছে।

Comments
Post a Comment