নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
প্রােটেকটিভ অল কী ?
উত্তর:
যে স্থানটি বন নাও হতে পারে, যেখানে দিবারাত্রি বনরক্ষী উপস্থিত থেকে বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করা হয়।
প্রশ্ন:২
বিশেষ কয়েকটি জিন ব্যাংকের নাম উল্লেখ করাে।
উত্তর:
(a) The Vavilov Institute (USSR);
(b) National Seed Storage Laboratory ( USA );
(c) The National Bureau of Plant Genetic Researches (New Delhi)।
প্রশ্ন:৩
জীব ও জড়ের মধ্যে প্রধান পার্থক্য কী ?
উত্তর:
জীব আকার আয়তনযুক্ত প্রােটোপ্লাজম সংগঠন দ্বারা গঠিত, বৃদ্ধি, পরিব্যাক্তি, চলন-গমন বর্তমান, বংশবিস্তার ও বিপাক ক্রিয়ায় সক্ষম। জড় আকার ও আয়তন বিহীন, প্রােটোপ্লাজম অনুপস্থিত, বৃদ্ধি, পরিব্যাক্তি, চলন-গমন লক্ষিত নয় এবং বংশবিস্তার ও বিপাকীয় কার্যে অক্ষম।
প্রশ্ন:৪
ইন-সিটু সংরক্ষণ কাকে বলে ?
উত্তর:
প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলে।
প্রশ্ন:৫
গামা বৈচিত্র্য কী ?
উত্তর:
একটি বৃহৎ ভৌগােলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকেই গামা বৈচিত্র্য বলে।
প্রশ্ন:৬
পরিব্যক্তি কাকে বলে ?
উত্তর:
জিনের আকস্মিক কিন্তু স্থায়ী ও বংশানুক্রমে পরিবহণযােগ্য পরিবর্তনকে পরিব্যক্তি বলে।
প্রশ্ন:৭
জিনগত বৈচিত্র্য ?
উত্তর:
প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি জিনগতভিত্তি থাকে। এই কারণে জীবে জীবে প্রভেদ, জিনগত বিভিন্নতার ওপর নির্ভরশীল, তাই জিনগত বিভিন্নতায় সৃষ্ট বৈচিত্র্যকে জিনগত বৈচিত্র্য বলে।
প্রশ্ন:৮
হট স্পট নির্ধারণের শর্ত কী ?
উত্তর:
(a) Endemic প্রজাতির সংখ্যা, যেসব প্রজাতি দীর্ঘকাল ধরে তাদের বিশেষ স্থানেই সীমাবদ্ধ এরূপ প্রজাতির সংখ্যা।
(b) বিপন্ন প্রজাতির সংখ্যা যারা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে।
প্রশ্ন:৯
এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি কী কী ?
উত্তর:
(a) দেশের বিভিন্ন প্রান্তে বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীদের বােটানিক্যাল গার্ডেনস বা চিড়িয়াখানার মাধ্যমে সংরক্ষণ করা।
(b) জার্মপ্লাজম ব্যাংকে শুক্রাণু বা ডিম্বাণু সংরক্ষণ করা।
প্রশ্ন:১০
জীববৈচিত্র্যের জিনভাণ্ডার-এর ভূমিকা কী ?
উত্তর:
জীববৈচিত্র্য হল জিনভাণ্ডারের পরিচায়ক। এই জিনসম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। পছন্দসহ আহরিত জিন অন্য জীবে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়েছে।
Comments
Post a Comment