নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য করাে।
উত্তর:
(i) আর্কিব্যাকটেরিয়ার কোশপ্রাচীর পেপটাইডােগ্লাইক্যান বিহীন, ইউব্যাকটেরিয়ার কোশপ্রাচীর পেপটাইডােগ্লাইক্যানযুক্ত।
(ii) আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালােকসংশ্লেষীয় একক হল ব্যাকটেরিওরােডপসিন ইউব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিওক্লোরােফিল দেখা যায়।
প্রশ্ন:২
এন্ডােস্পোর কী ?
উত্তর:
গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া (Bacillus) দ্বারা উৎপন্ন স্থূল প্রাচীরযুক্ত, দীর্ঘস্থায়ী, তাপ প্রতিরােধকারী রেণু যা সাধারণত উপযুক্ত অনুকূল পরিবেশে বৃদ্ধি পায়।
প্রশ্ন:৩
প্রিওনস (Prions) কী ?
উত্তর:
এটি হল প্রােটিনযুক্ত জীবাণু, যাদের ক্ষেত্রে কোন প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে না।
প্রশ্ন:৪
ক্যাপসুল কী ?
উত্তর:
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের পলিস্যাকারাইড যখন অ্যামাইনাে অ্যাসিডের সঙ্গে অবস্থান করে, তখন তাকে ক্যাপসুল বলে।
প্রশ্ন:৫
ট্রান্সডাকশন কী ?
উত্তর:
যে বিশেষ পদ্ধতিতে জিন এক ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিওফাজের মাধ্যমে অন্য এক ব্যাকটেরিয়াতে পৌছে যায় তাকে ট্রান্সডাকশন বলে।
প্রশ্ন:৬
প্লাসমিড কী ?
উত্তর:
ব্যাকটেরিয়া কোশে অবস্থানকারী বংশগতির ধারক বাহক, অতিরিক্ত চক্রাকার DNA।
প্রশ্ন:৭
ভাইরয়েডস (Viroids) কী ?
উত্তর:
এটি ক্ষুদ্র, একতন্ত্রী RNA যুক্ত ভাইরাস যারা উদ্ভিদকে সংক্রমিত করে।
প্রশ্ন:৮
পরজীবী ব্যাকটেরিয়া কী ?
উত্তর:
যে সকল ব্যাকটেরিয়া পুষ্টিপূরণের জন্য অন্য কোনাে জীবের উপর নির্ভরশীল এবং এটি উদ্ভিদ ও প্রাণী উভয়েরই রােগ সৃষ্টিতে দায়ী।
প্রশ্ন:৯
লাইসােজোনিক চক্র (Lysogenic cycle) কী ?
উত্তর:
যে বিশেষ চক্রাকার পদ্ধতিতে E.coli- এর ক্রোমােজোমাল DNA-এর সঙ্গে ভাইরাসের DNA একত্রিত হয় এবং প্রােফাজ গঠন করে।
প্রশ্ন:১০
Pure-culture কী ?
উত্তর:
একটি অণুজীবের প্রজাতির মধ্যে যে কর্ষক পদ্ধতিটি ঘটানাে হয়।
Comments
Post a Comment