বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
নদী হিমবাহ ও বায়ুর কাজ
প্রশ্ন:১
আর্গ ও কুম কী ?
উত্তর:
বিস্তীর্ণ ও প্রশস্ত বালুকাময় মরুভূমিকে সাহারা মরুভূমিতে আর্গ এবং এশিয়ার থর ও আরব মরুভূমিতে কুম বলে।
প্রশ্ন:২
নদী ও হিমবাহের সঞ্চয়ের মধ্যে প্রকৃতিগত পার্থক্য কী ?
উত্তর:
উৎস থেকে মােহানার দিকে নদী ক্রমান্বয়ে বড়াে থেকে ছােটো আকারের শিলাচূর্ণগুলিকে সঞ্চয় করে। অর্থাৎ, পর্বতের পাদদেশে বড়াে আকারের শিলাখণ্ড, পরে ছােটো নুড়ি, তারপর বালি এবং অবশেষে মােহানার কাছে সূক্ষ্ম পলি সঞ্চয় করে। অন্যদিকে, বিভিন্ন আকারের শিলাখণ্ড হিমবাহের মধ্যে আবদ্ধ অবস্থায় বাহিত হওয়ায় হিমবাহ গলতে শুরু করলে বিভিন্ন আকারের শিলাখণ্ড একত্রে সঞ্চিত হয়।
প্রশ্ন:৩
বালিয়াড়ি কাকে বলে ?
উত্তর:
প্রধানত মেরু অঞ্চলে, বায়ু দ্বারা বাহিত বালি অনুকূল পরিবেশে সঞ্চিত হয়ে স্থায়ী বা অস্থায়ী বালির স্তুপ সৃষ্টি করে। মরুভূমিতে এরূপ বালির স্থূপকে এককথায় বালিয়াড়ি বলে।
প্রশ্ন:৪
পৃথিবীর কোন্ কোন্ অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় ?
উত্তর:
পৃথিবীর মরু অঞ্চল ও সমুদ্র উপকূল অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। যদিও আর্দ্রতার অভাব ও স্বাভাবিক উদ্ভিদের অভাবে মরুভূমির বালিয়াড়ি অধিকাংশক্ষেত্রেই অস্থায়ী। অন্যদিকে, বিপরীত কারণে উপকূল অঞ্চলের বালিয়াড়ি স্থায়ী হয়।
প্রশ্ন:৫
রেগ বা সেরির কী ?
উত্তর:
যেসব মরুভূমিতে বালির মধ্যে শিলাখণ্ডের পরিমাণ বেশি সেইসব মরুভূমিকে রেগ বা সেরির বলে।
প্রশ্ন:৬
প্লায়া কী ?
উত্তর:
মরু অঞ্চলে হঠাৎ প্রবল বর্ষণ হলে, বৃষ্টির জল কোনাে নীচু অংশে জমা হয়, এবং লবণাক্ত হ্রদের সৃষ্টি করে। মরু অঞ্চলের অস্থায়ী, লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে।
প্রশ্ন:৭
জুগ্যান ও ইয়ার্দাং-এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
জুগ্যান-এর ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে পরপর উপর নীচে অবস্থান করে।
ইয়ার্দাং-এর ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর পাশাপাশি লম্বভাবে অবস্থান করে।
প্রশ্ন:৮
হামাদা কী ?
উত্তর:
মরুভূমির কোনাে কোনাে অংশ শিলাগঠিত বা পাথুরে এবং বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত। অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট প্রায় সমতল, মসৃণ, শিলাগঠিত বা পাথুরে মরুভূমিকে সাহারা মরুভূমিতে হামাদা বলে।
প্রশ্ন:৯
মরুভূমির হ্রদগুলি লবণাক্ত কেন ?
উত্তর:
মরুভূমির হ্রদগুলিতে জলের পরিমাণ কম। হ্রদের জলে নদী বা বৃষ্টিপাতের মাধ্যমে মিষ্টি জল মেশে না। উপরন্তু অত্যধিক উত্তাপে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়, ফলে অবশিষ্ট জলে লবণ দ্রবীভূত অবস্থায় পড়ে থাকে। তাই মরুভূমির হ্রদ লবণাক্ত হয়।
প্রশ্ন:১০
মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের পরিমাণ কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর:
মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের পরিমাণ প্রধানত—
(১) প্রবহমান বায়ুতে বালুকণার পরিমাণ,
(২) বায়ুর গতিবেগ ও
(৩) শিলাস্তরের প্রকৃতির ওপর।

Comments
Post a Comment