বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
সিভনলের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) কোশগুলি নলাকার, সাইটোপ্লাজমপূর্ণ কিন্তু নিউক্লিয়াসবিহীন।
(ii) কোশগুলির প্রান্তপ্রাচীর চালুনির মতাে ছিদ্রযুক্ত হয়ে সিভপ্লেট গঠন করে।
প্রশ্ন:২
মেটাজাইলেম কী ?
উত্তর:
নালিকা বান্ডিলের অন্তর্গত বড়াে গহ্বরবিশিষ্ট যে জাইলেম মূলের ক্ষেত্রে কেন্দ্রের দিকে এবং কাণ্ডের ক্ষেত্রে পরিধির দিকে অবস্থিত তাকে মেটাজাইলেম (Metaxylem) বলে। এটি ট্র্যাকিড, ট্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু নিয়ে তৈরি।
প্রশ্ন:৩
গৌণ জাইলেম কী ?
উত্তর:
প্রাথমিক বৃদ্ধি সম্পূর্ণ হবার পর উদ্ভিদের গৌণ বৃদ্ধিকালে নালিকা বান্ডিলের অন্তর্গত ভাস্কুলার ক্যাম্বিয়ামের ক্রিয়াশীলতার ফলে যে জাইলেম উৎপন্ন হয়, তাকে গৌণ জাইলেম বলে।
প্রশ্ন:৪
মেসার্ক কাকে বলে ?
উত্তর:
পাতায় প্রােটোজাইলেমের উপরে ও নীচে মেটাজাইলেম থাকে; এই ধরনের জাইলেমকে মেসার্ক বলে।
প্রশ্ন:৫
ট্রাকিড-এর দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) কোশগুলি লম্বা, দু-প্রান্ত সরু ও মৃত।
(ii) কোশপ্রাচীর স্থূল ও কূপযুক্ত।
প্রশ্ন:৬
এন্ডার্ক কাকে বলে ?
উত্তর:
কাণ্ডের ক্ষেত্রে প্রােটোজাইলেম অক্ষের কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম অক্ষের পরিধির দিকে অবস্থান করে; এই ধরনের জাইলেমকে এন্ডার্ক বলে।
প্রশ্ন:৭
ট্রাকিয়া বা ভেসেল-এর দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) কোশগুলি দেখতে লম্বা নলের মতাে এবং প্রান্তপ্রাচীরবিহীন।
(ii) কোশে প্রােটোপ্লাজম না থাকায় মৃত।
প্রশ্ন:৮
এক্সার্ক কাকে বলে ?
উত্তর:
মূলের ক্ষেত্রে প্রােটোজাইলেম অক্ষের পরিধির দিকে ও মেটাজাইলেম অক্ষের কেন্দ্রের দিকে অবস্থান করে; এই ধরনের জাইলেমকে এক্সার্ক বলে।
প্রশ্ন:৯
প্রােটোজাইলেম কী ?
উত্তর:
নালিকা বান্ডিলের অন্তর্গত ছােটো গহ্বরবিশিষ্ট যে জাইলেম মূলের ক্ষেত্রে পরিধির দিকে এবং কাণ্ডের ক্ষেত্রে কেন্দ্রের দিকে অবস্থিত, তাকে প্রােটোজাইলেম (Protoxylem) বলে। প্রােটোজাইলেমে জাইলেম তন্তু থাকে না।
প্রশ্ন:১০
সঙ্গীকোশের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) কোশগুলি দেখতে লেন্সের মতাে।
(ii) প্রতিটি কোশে একটি বড় নিউক্লিয়াস ও ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে।

Comments
Post a Comment