নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
নিঃস্রাবণ বা গাটেশন কী ?
উত্তর:
যে বিশেষ পদ্ধতিতে হাইডাথােডের মাধ্যমে জল তরল জলবিন্দু আকারে উদ্ভিদদেহ থেকে নির্গত হয়, তাকে নিঃস্রাবণ বলে।
প্রশ্ন:২
গ্লাইকোলাইসিস পদ্ধতিতে শেষ উৎপাদিত যৌগগুলি কী ?
উত্তর:
শেষ উৎপাদিত যৌগগুলি হল পাইরুভিক অ্যাসিড, NADH2, ATP এবং জল।
প্রশ্ন:৩
ব্যাপন কী ?
উত্তর:
যে পদ্ধতিতে ব্যাপনকারী পদার্থের একক অণুগুলি উচ্চ ঘনত্ব যুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্ব যুক্ত স্থানের দিকে বিক্ষিপ্ত ভাবে চলাচল করে, তাকে ব্যাপন বলা হয়।
প্রশ্ন:৪
লাইসিস ও হিমােলাইসিস কী ?
উত্তর:
প্রাণীকোশকে লঘুসারক দ্রবণে রাখলে কোশটি অন্তঃঅভিস্রবণ পদ্ধতিতে জল শােষণ করে রসস্ফীত হয় । অতিরিক্ত রসস্ফীতিতে কোশগুলি ফেটে যায় যাকে লাইসিস বলে। লােহিত রক্তকণিকায় এধরনের লাইসিসকে হিমােলাইসিস বলে।
প্রশ্ন:৫
পটাশিয়াম আয়নের ভূমিকা আলােচনা করাে।
উত্তর:
উদ্ভিদদেহে স্টোমাটার খােলা এবং বন্ধ হওয়া এই দুই ক্ষেত্রে পটাশিয়াম আয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। আলােকের উপস্থিতিতে স্টোমাটার রক্ষীকোশে K+ আয়নের ঘনত্ব বৃদ্ধি পায় যার ফলে রক্ষীকোশে অভিস্রবণীয় চাপ বৃদ্ধি পায় ফলে স্টোমাটা খােলে। অপরপক্ষে, রাতের বেলায় রক্ষীকোশ থেকে পটাশিয়াম আয়ন নির্গত হয় ও অভিস্রবণীয় চাপ ঋণাত্মক হয়, যার ফলে রসস্ফীতিজনিত চাপ হ্রাস পায় ও স্টোমাটা বন্ধ হয়।
প্রশ্ন:৬
জল বিভব কী ?
উত্তর:
অর্ধভেদ্য পর্দার দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ায় জলের চলাচল বিশুদ্ধ জলের মুক্ত শক্তি এবং দ্রবণে জলের মুক্ত শক্তির প্রভেদের উপর নির্ভরশীল থাকে। একেই জল বিভব বলে।
প্রশ্ন:৭
অভিস্রবণ কী ?
উত্তর:
যে পদ্ধতিতে এক বিশেষ অর্ধভেদ্য পর্দার দ্বারা জল ব্যাপিত হয়, তাকেই অভিস্রবণ বলে।
প্রশ্ন:৮
আত্মভূতি কী ?
উত্তর:
যে ভৌত পদ্ধতিতে জল বা কোনাে তরল, কঠিন বা কোলয়ডীয় পদার্থের দ্বারা শােষিত হয়, তাকে আত্মভূতি বলে।
প্রশ্ন:৯
ফিকের ব্যাপন সূত্র কী ?
উত্তর:
কোনাে মাধ্যমের দুটি পৃথক অঞ্চলে কোনাে অণু বা আয়নের ঘনত্বের পার্থক্য হলে তাকে ঘনত্বের নতিমাত্রা বলে। এর ফলে দুটি অঞ্চলের পদার্থের নতিমাত্রার প্রভেদ যত বেশি হবে ব্যাপনের হার ততই বাড়বে।
প্রশ্ন:১০
প্রাচীর বা গাত্র চাপ কী ?
উত্তর:
রসস্ফীত উদ্ভিদকোশের কোশপ্রাচীর প্রযুক্ত এই প্রকার চাপ প্রতিরােধমূলক রূপে কাজ করে, যা রসস্ফীতি জনিত চাপের সমান ক্ষমতা সম্পন্ন কিন্তু বিপরীত অভিমুখে কাজ করে।
Comments
Post a Comment