বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
মিশ্র মুকুল কাকে বলে ?
উত্তর:
যে মুকুল থেকে উদ্ভিদের দৈহিক অঙ্গ এবং ফুল উভয়ই উৎপন্ন হয়, তাকে মিশ্র মুকুল বলে।
যেমন—আপেলের পুষ্প মুকুল।
প্রশ্ন:২
তিনটি অস্থানিক মুকুলের উদাহরণ দাও।
উত্তর:
(i) পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল।
(ii) গােলাপের কাণ্ডজ মুকুল।
(iii) পটলের মূলজ মুকুল।
প্রশ্ন:৩
পিরামিডাকার উদ্ভিদ কাকে বলে ?
উত্তর:
যেসব উদ্ভিদের কাণ্ডটি অনির্দিষ্টভাবে দীর্ঘায়িত হয় এবং এর পার্শ্বদেশীয় শাখাগুলি অগ্রোন্মুখভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদকে পিরামিডাকার দেখায় তাদের পিরামিডাকার উদ্ভিদ বলে।
যেমন—দেবদারু।
প্রশ্ন:৪
কোন্ মুকুল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি ?
উত্তর:
বাঁধাকপির অঙ্গজ মুকুল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
প্রশ্ন:৫
জায়মান মুকুল কাকে বলে ?
উত্তর:
যেসব মুকুল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, তাকে জায়মান মুকুল বলে।
প্রশ্ন:৬
ভৌমপুষ্পদণ্ড কাকে বলে ?
উত্তর:
কিছু উদ্ভিদের মূল কাণ্ডটি মাটির নীচে অবস্থান করে কিন্তু পাতাগুলি মাটির ওপরে থাকে। বিশেষ ঋতুতে মাটির নীচের কাণ্ড থেকে একটি অশাখ বিটপ মাটির ওপরে উঠে এসে ফুল ধারণ করে এরকম বিটপকে ভৌমপুষ্পদণ্ড বলে। রজনিগন্ধা, পেঁয়াজ প্রভৃতি উদ্ভিদে ভৌমপুষ্পদণ্ড দেখা যায়।
প্রশ্ন:৭
ব্রততী কাকে বলে ?
উত্তর:
যেসব দুর্বল কাণ্ডবিশিষ্ট গাছ মাটির ওপর অনুভূমিকভাবে শায়িত অবস্থায় বৃদ্ধি পায় এবং কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয়, তাদের ব্রততী বলে।
যেমন—কুমড়াে গাছ।
প্রশ্ন:৮
সবচেয়ে বড়াে মুকুলের উদাহরণ দাও। ফুলকপি কী প্রকারের মুকুল ?
উত্তর:
সবচেয়ে বড়াে মুকুল বাঁধাকপি।
ফুলকপি একপ্রকারের জনন মুকুল।
প্রশ্ন:৯
রােহিণী কাকে বলে ?
উত্তর:
যেসব দুর্বল কাণ্ডের উদ্ভিদেরা কোনাে অবলম্বনকে কাণ্ড বা মূল বা আকর্ষের সাহায্যে জড়িয়ে ওপরে উঠে ও বৃদ্ধি পায়, তাদের রােহিণী বলে।
যেমন—শিম, অপরাজিতা ইত্যাদি।
প্রশ্ন:১০
তৃণকাণ্ড কাকে বলে ?
উত্তর:
যেসব একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পর্বগুলি নিরেট কিন্তু পর্বমধ্যগুলি ফাঁপা হয়, তাদের তৃণকাণ্ড বলে ।
যেমন—বাঁশ।

মুকুল কাকে বলে
ReplyDelete