নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
মিশ্র মুকুল কাকে বলে ?
উত্তর:
যে মুকুল থেকে উদ্ভিদের দৈহিক অঙ্গ এবং ফুল উভয়ই উৎপন্ন হয়, তাকে মিশ্র মুকুল বলে।
যেমন—আপেলের পুষ্প মুকুল।
প্রশ্ন:২
তিনটি অস্থানিক মুকুলের উদাহরণ দাও।
উত্তর:
(i) পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল।
(ii) গােলাপের কাণ্ডজ মুকুল।
(iii) পটলের মূলজ মুকুল।
প্রশ্ন:৩
পিরামিডাকার উদ্ভিদ কাকে বলে ?
উত্তর:
যেসব উদ্ভিদের কাণ্ডটি অনির্দিষ্টভাবে দীর্ঘায়িত হয় এবং এর পার্শ্বদেশীয় শাখাগুলি অগ্রোন্মুখভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদকে পিরামিডাকার দেখায় তাদের পিরামিডাকার উদ্ভিদ বলে।
যেমন—দেবদারু।
প্রশ্ন:৪
কোন্ মুকুল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি ?
উত্তর:
বাঁধাকপির অঙ্গজ মুকুল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
প্রশ্ন:৫
জায়মান মুকুল কাকে বলে ?
উত্তর:
যেসব মুকুল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, তাকে জায়মান মুকুল বলে।
প্রশ্ন:৬
ভৌমপুষ্পদণ্ড কাকে বলে ?
উত্তর:
কিছু উদ্ভিদের মূল কাণ্ডটি মাটির নীচে অবস্থান করে কিন্তু পাতাগুলি মাটির ওপরে থাকে। বিশেষ ঋতুতে মাটির নীচের কাণ্ড থেকে একটি অশাখ বিটপ মাটির ওপরে উঠে এসে ফুল ধারণ করে এরকম বিটপকে ভৌমপুষ্পদণ্ড বলে। রজনিগন্ধা, পেঁয়াজ প্রভৃতি উদ্ভিদে ভৌমপুষ্পদণ্ড দেখা যায়।
প্রশ্ন:৭
ব্রততী কাকে বলে ?
উত্তর:
যেসব দুর্বল কাণ্ডবিশিষ্ট গাছ মাটির ওপর অনুভূমিকভাবে শায়িত অবস্থায় বৃদ্ধি পায় এবং কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয়, তাদের ব্রততী বলে।
যেমন—কুমড়াে গাছ।
প্রশ্ন:৮
সবচেয়ে বড়াে মুকুলের উদাহরণ দাও। ফুলকপি কী প্রকারের মুকুল ?
উত্তর:
সবচেয়ে বড়াে মুকুল বাঁধাকপি।
ফুলকপি একপ্রকারের জনন মুকুল।
প্রশ্ন:৯
রােহিণী কাকে বলে ?
উত্তর:
যেসব দুর্বল কাণ্ডের উদ্ভিদেরা কোনাে অবলম্বনকে কাণ্ড বা মূল বা আকর্ষের সাহায্যে জড়িয়ে ওপরে উঠে ও বৃদ্ধি পায়, তাদের রােহিণী বলে।
যেমন—শিম, অপরাজিতা ইত্যাদি।
প্রশ্ন:১০
তৃণকাণ্ড কাকে বলে ?
উত্তর:
যেসব একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পর্বগুলি নিরেট কিন্তু পর্বমধ্যগুলি ফাঁপা হয়, তাদের তৃণকাণ্ড বলে ।
যেমন—বাঁশ।
মুকুল কাকে বলে
ReplyDelete