বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
সুষম ফুল ও বিষম ফুল কাকে বলে ?
উত্তর:
যে ফুলের বিভিন্ন স্তবকগুলি আকৃতিগতভাবে সমান, তাকে সুষম ফুল এবং যে ফুলের কোনাে না কোনাে স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে অসমান হয়, তাকে বিষম ফুল বলে। জবা, ধুতরাে সুষম এবং মটর, অপরাজিতা বিষম ফুল।
প্রশ্ন:২
সাইন্যানড্রাস ও গাইন্যানড্রাস পুংকেশর কাকে বলে ?
উত্তর:
যেসব ফুলের পুংকেশরগুলির পুংদণ্ড ও পরাগধানী পরস্পরের সংলগ্ন থাকে, তাদের সাইন্যানড্রাস পুংকেশর বলে।
যেমন—কুমড়াে।
অপরপক্ষে যখন পুংকেশরের পুংদণ্ডগুলি গর্ভপত্রের সঙ্গে যুক্ত থাকে, তখন তাদের গ্যাইন্যানড্রাস পুংকেশর বলে।
যেমন—আকন্দ।
প্রশ্ন:৩
বহুপ্রতিসম ফুল কাকে বলে ?
উত্তর:
কোনাে ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বি কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায়, তাকে বহুপ্রতিসম ফুল বলে।
যেমন—জবা, ধুতরাে, বেগুন ইত্যাদি।
প্রশ্ন:৪
পেরিগাইনাস বা গর্ভকটি ফুল কাকে বলে ?
উত্তর:
যে সব ফুলের পুষ্পাক্ষটি পেয়ালাকার হয় গর্ভপত্র পুষ্পক্ষের মাঝখানে অবস্থান করে এবং অন্যান্য স্তবকগুলি পুষ্পাক্ষের প্রান্তদেশে পর্যায়ক্রমে সাজানাে থাকে, তাকে পেরিগাইনাস বা গর্ভকটি ফুল বলে।
যেমন—মটর, গােলাপ ফুল।
প্রশ্ন:৫
একলিঙ্গ ও উভলিঙ্গ ফুল কাকে বলে ?
উত্তর:
যে সব ফুলে কেবল পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে তাদের একলিঙ্গ ফুল বলে।
যেমন—কুমড়াে ফুল।
যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয় বিদ্যমান তাকে উভলিঙ্গ ফুল বলে।
যেমন—জবা ফুল।
প্রশ্ন:৬
এপিগাইনাস বা গর্ভশীর্ষ ফুল কাকে বলে ?
উত্তর:
যেসব ফুলে পুষ্পাক্ষটি পেয়ালার মতাে গহ্বরযুক্ত হয়, ফলে গর্ভাশয়টি সবার নীচে অবস্থান করে এবং অন্যান্য স্তবকগুলি গর্ভাশয়ের ওপরে অবস্থান করে, তাকে এপিগাইনাস বা গর্ভশীর্ষ ফুল বলে।
যেমন—কুমড়াে, আপেল ফুল।
প্রশ্ন:৭
পুরুষ ফুল, স্ত্রীফুল কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে ফুলে কেবল পুংস্তবক বিদ্যমান তাকে পুরুষ ফুল এবং যে ফুলে শুধুমাত্র স্ত্রীস্তবক থাকে তাকে স্ত্রী ফুল বলে। লাউ, কুমড়াে ইত্যাদি এই প্রকারের ফুল।
প্রশ্ন:৮
হাইপােগাইনাস বা গর্ভপাদ ফুল কাকে বলে ?
উত্তর:
যেসব ফুলে পুষ্পাক্ষটি উত্তলাকার হওয়ার জন্য গর্ভাশয়টি শীর্ষে অবস্থান করে এবং অন্যান্য স্তবকগুলি তার নীচে পর্যায়ক্রমে সাজানাে থাকে, তাকে হাইপােগাইনাস বা গর্ভপাদ ফুল বলে। যেমন—সরষে, বেগুন ফুল।
প্রশ্ন:৯
যুক্তগর্ভপত্রী ও মুক্তগর্ভপত্রী ফুল কাকে বলে ?
উত্তর:
যে ফুলে গর্ভপত্রগুলি পুষ্পাক্ষের ওপর পরস্পর যুক্ত থাকে, তাকে যুক্তগর্ভপত্রী ফুল বলে। যেমন—করবী। যে ফুলে গর্ভপত্রগুলি পুষ্পাক্ষের ওপর পৃথকভাবে সাজানাে থাকে, তাকে মুক্তগর্ভপত্রী ফুল বলে।
যেমন—পদ্ম।
প্রশ্ন:১০
একপ্রতিসম ফুল কাকে বলে ?
উত্তর:
কোনাে ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায়, তখন তাকে একপ্রতিসম ফুল বলে।
যেমন—মটর, বক।

Comments
Post a Comment