বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কাজের ভিত্তিতে নিউরােন কত প্রকারের ?
উত্তর:
কাজের ভিত্তিতে স্নায়ুকোশ তিন প্রকারের,
যথা—সংজ্ঞাবহ নিউরােন, আজ্ঞাবহ নিউরােন এবং সহযােগী নিউরােন।
প্রশ্ন:২
মায়েলিন ও অমায়েলিন স্নায়ু তন্তু কাকে বলে ?
উত্তর:
যে স্নায়ু তন্তুতে মায়েলিন আবরণ থাকে তাকে মায়েলিন স্নায়ু তন্তু এবং যে স্নায়ু তন্তুতে মায়েলিন আবরণ থাকে না তাকে অমায়েলিন স্নায়ু তন্তু বলে।
প্রশ্ন:৩
অ্যাক্সন ও ডেনড্রনের প্রধান পার্থক্য কী ?
উত্তর:
অ্যাক্সন নিউরােনের দীর্ঘ প্রবর্ধক যা স্নায়ুসংবেদ বহন করে।
ডেনড্রন নিউরােনের ক্ষুদ্র প্রবর্ধক যা স্নায়ুসংবেদ গ্রহণ করে।
প্রশ্ন:৪
ওমাটিডিয়াম কী ?
উত্তর:
ওমাটিডিয়াম হল পুঞ্জাক্ষির একক যা আরশােলার দর্শন নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৫
কোলিনারজিক স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সব স্নায়ুপ্রান্ত থেকে অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয় তাকে কোলিনারজিক স্নায়ু বলে।
যেমন—প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর গ্রন্থি পরবর্তী স্নায়ু।
প্রশ্ন:৬
স্নায়ু কলা কাকে বলে ?
উত্তর:
স্নায়ুকোশ দিয়ে গঠিত যে কলা প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা প্রেরণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়া কাজগুলির সঙ্গে সম্পর্কিত, তাকে স্নায়ু কলা বলে।
প্রশ্ন:৭
অ্যাড্রিনারজিক নিউরােন কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সব স্নায়ুপ্রান্ত থেকে নর-অ্যাড্রিনালিন নিঃসৃত হয় তাকে অ্যাড্রিনারজিক নিউরােন বলে।
যেমন—গ্যাংলিওন পরবর্তী স্নায়ু।
প্রশ্ন:৮
প্রবর্ধকের উপস্থিতি অনুসারে স্নায়ুকোশ কত প্রকারের হয় ?
উত্তর:
প্রবর্ধকের উপস্থিতি অনুসারে স্নায়ুকোশ পাঁচ প্রকারের,
যথা— মেরুবিহীন, একমেরু, দ্বিমেরু, ছদ্মএকমেরু এবং বহুমেরু স্নায়ুকোশ।
প্রশ্ন:৯
কোল্যাটেরিয়াল গ্রন্থি কী ?
উত্তর:
স্ত্রী আরশােলার ডিম্বাশয়ের পশ্চাদদেশে মেদপুঞ্জের মধ্যে সংখ্যায় একজোড়া শাখান্বিত যে গ্রন্থি থাকে তাদের কোল্যাটেরিয়াল গ্রন্থি বলে। এই গ্রন্থিনিঃসৃত রস ঊথিকায় শক্ত আবরণী সৃষ্টি করে।
প্রশ্ন:১০
স্নায়ুকোশ বা নিউরােনের অংশগুলি কী কী ?
উত্তর:
স্নায়ুকোশ কোশদেহ, অ্যাক্সন ও ডেনড্রন নিয়ে গঠিত।

Comments
Post a Comment