নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
কাজের ভিত্তিতে নিউরােন কত প্রকারের ?
উত্তর:
কাজের ভিত্তিতে স্নায়ুকোশ তিন প্রকারের,
যথা—সংজ্ঞাবহ নিউরােন, আজ্ঞাবহ নিউরােন এবং সহযােগী নিউরােন।
প্রশ্ন:২
মায়েলিন ও অমায়েলিন স্নায়ু তন্তু কাকে বলে ?
উত্তর:
যে স্নায়ু তন্তুতে মায়েলিন আবরণ থাকে তাকে মায়েলিন স্নায়ু তন্তু এবং যে স্নায়ু তন্তুতে মায়েলিন আবরণ থাকে না তাকে অমায়েলিন স্নায়ু তন্তু বলে।
প্রশ্ন:৩
অ্যাক্সন ও ডেনড্রনের প্রধান পার্থক্য কী ?
উত্তর:
অ্যাক্সন নিউরােনের দীর্ঘ প্রবর্ধক যা স্নায়ুসংবেদ বহন করে।
ডেনড্রন নিউরােনের ক্ষুদ্র প্রবর্ধক যা স্নায়ুসংবেদ গ্রহণ করে।
প্রশ্ন:৪
ওমাটিডিয়াম কী ?
উত্তর:
ওমাটিডিয়াম হল পুঞ্জাক্ষির একক যা আরশােলার দর্শন নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৫
কোলিনারজিক স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সব স্নায়ুপ্রান্ত থেকে অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয় তাকে কোলিনারজিক স্নায়ু বলে।
যেমন—প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর গ্রন্থি পরবর্তী স্নায়ু।
প্রশ্ন:৬
স্নায়ু কলা কাকে বলে ?
উত্তর:
স্নায়ুকোশ দিয়ে গঠিত যে কলা প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা প্রেরণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়া কাজগুলির সঙ্গে সম্পর্কিত, তাকে স্নায়ু কলা বলে।
প্রশ্ন:৭
অ্যাড্রিনারজিক নিউরােন কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সব স্নায়ুপ্রান্ত থেকে নর-অ্যাড্রিনালিন নিঃসৃত হয় তাকে অ্যাড্রিনারজিক নিউরােন বলে।
যেমন—গ্যাংলিওন পরবর্তী স্নায়ু।
প্রশ্ন:৮
প্রবর্ধকের উপস্থিতি অনুসারে স্নায়ুকোশ কত প্রকারের হয় ?
উত্তর:
প্রবর্ধকের উপস্থিতি অনুসারে স্নায়ুকোশ পাঁচ প্রকারের,
যথা— মেরুবিহীন, একমেরু, দ্বিমেরু, ছদ্মএকমেরু এবং বহুমেরু স্নায়ুকোশ।
প্রশ্ন:৯
কোল্যাটেরিয়াল গ্রন্থি কী ?
উত্তর:
স্ত্রী আরশােলার ডিম্বাশয়ের পশ্চাদদেশে মেদপুঞ্জের মধ্যে সংখ্যায় একজোড়া শাখান্বিত যে গ্রন্থি থাকে তাদের কোল্যাটেরিয়াল গ্রন্থি বলে। এই গ্রন্থিনিঃসৃত রস ঊথিকায় শক্ত আবরণী সৃষ্টি করে।
প্রশ্ন:১০
স্নায়ুকোশ বা নিউরােনের অংশগুলি কী কী ?
উত্তর:
স্নায়ুকোশ কোশদেহ, অ্যাক্সন ও ডেনড্রন নিয়ে গঠিত।
Comments
Post a Comment