পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কীসের অভাবে উদ্ভিদের অপক্ক পাতা খসে যায় ?
উত্তর: জিঙ্ক-এর অভাবে।
প্রশ্ন:২
‘ফ্রন্টিয়ার গান্ধী’ নামে কে পরিচিত ?
উত্তর: খান আবদুল গাফফার খান।
প্রশ্ন:৩
‘কিতাব উল হিন্দ’ বইটি কার লেখা ?
উত্তর: আল বেরুনি।
প্রশ্ন:৪
ভারতের কোন্ স্থান হল জৈব বৈচিত্র্যের হটস্পট ?
উত্তর: পশ্চিমঘাট পর্বত।
প্রশ্ন:৫
কোন্ বায়োস্ফিয়ার রিজার্ভ-এর মধ্যে ডুগং (Sea–Cow) পাওয়া যায় ?
উত্তর: মান্নার উপসাগর।
প্রশ্ন:৬
“I Do what I Do: On Reform, Rhetoric and Resolve” বইটি কার লেখা ?
উত্তর: রঘুরাম রাজন।
প্রশ্ন:৭
ভারতের প্রথম শহীদ কে ?
উত্তর: চাপেকার ভ্রাতৃদ্বয়।
প্রশ্ন:৮
কোথায় গলগি বস্তু দেখা যায় না ?
উত্তর: ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে।
প্রশ্ন:৯
জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার কে উত্থাপন করেন ?
উত্তর: দাদাভাই নওরোজি।
প্রশ্ন:১০
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ কি উৎপন্ন হয় ?
উত্তর: পাইরুভিক অ্যাসিড।
Comments
Post a Comment