পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন্ জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে ?
উত্তর:
IgG।
প্রশ্ন:২
‘টেবিল সুগার’ কোন্ প্রকারের সুগার ?
উত্তর:
সুক্রোজ।
প্রশ্ন:৩
মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কী ?
উত্তর:
ল্যাক্টোজ।
প্রশ্ন:৪
পাকিস্তানের পত্রিকাটি কি নামে পরিচিত ?
উত্তর:
ডন।
প্রশ্ন:৫
রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যান দপ্তরের মন্ত্রীর নাম কী ?
উত্তর:
ডাঃ শশী পাঁজা।
প্রশ্ন:৬
ইটাই–ইটাই রোগটি কোন্ ধাতুর কারনে হয় ?
উত্তর:
ক্যাডমিয়াম।
প্রশ্ন:৭
ICDS প্রকল্পটি কবে চালু হয় ?
উত্তর:
১৯৭৫ সালের ২ রা অক্টোবর।
প্রশ্ন:৮
হিমোগ্লোবিনে কোন্ ধাতু বর্তমান থাকে—
উত্তর:
লোহা।
প্রশ্ন:৯
‘রাইডার কাপ’ কোন্ খেলার সাথে যুক্ত ?
উত্তর:
গল্ফ।
প্রশ্ন:১০
এডওয়ার্ড জেনার কোন্ রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন ?
উত্তর:
স্মলপক্স।
Comments
Post a Comment