পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গোদ রোগের জন্য দায়ী কোন্ জীবানু ?
উত্তর: ফাইলেরিয়া।
প্রশ্ন:২
স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারন কি—
উত্তর: জলের অনুগুলির মধ্যে হাইড্রজেন বন্ধনীর উপস্থিতি।
প্রশ্ন:৩
রক্তের লোহিত কনিকা তৈরী হয়—
উত্তর: লোহিত অস্তিমজ্জায়।
প্রশ্ন:৪
দুটি গৌন অভিযোজিত প্রানীর নাম লেখো।
উত্তর: তিমি, কুমির।
প্রশ্ন:৫
ব্যাক্টেরিয়া জনিত রোগ নয় এমন একটি রোগের নাম লেখো।
উত্তর: পোলিও।
প্রশ্ন:৬
প্রশম দ্রবনে লিটমাসের বর্ন হল—
উত্তর: বেগুনি।
প্রশ্ন:৭
ফিতাকৃমি কোন্ ধরনের প্রানী—
উত্তর: অন্তপরজীবী।
প্রশ্ন:৮
মাটিতে নাইট্রোজেন কে আবদ্ধ করে—
উত্তর: অ্যাজাটোব্যাক্টর।
প্রশ্ন:৯
জালিওয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ১৯১৯ সালের কত তারিখে হয় ?
উত্তর: ১৩ এপ্রিল।
প্রশ্ন:১০
কোনটি অমেরুদণ্ডী প্রানী—
উত্তর: কেঁচো।
Comments
Post a Comment