পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি
🟌🟌🟌প্রশ্ন:১
প্রতিবছর মিথেনের বৃদ্ধির হার—
(a) তিন শতাংশ
(b) দুই শতাংশ
(c) এক শতাংশ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:২
ছবি আঁকার রং এ, পেনের রিফিলে সাধারণত যে ধাতুর আধিক্য থাকে তা হলো—
(a) লেড
(b) লোহা
(c) সোডিয়াম
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
ওজোন স্তরের ক্ষয়ের জন্য নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড প্রধানত—
(a) 70 শতাংশ দায়ী
(b) 65 শতাংশ দায়ী
(c) 60 শতাংশ দায়ী
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৪
আটল্যান্টিক, ক্যারিবিয়ান এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে—
(a) হ্যারিকেন
(b) টাইফুন
(c) টর্নেডাে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৫
আবহমণ্ডলের স্ট্রাট্রোস্ফিয়ার অংশে ওজোনস্তর অবস্থান করে—
(a) 20 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে
(b) 30 থেকে 60 কিমি উচ্চতার মধ্যে
(c) 40 থেকে 70 কিমি উচ্চতার মধ্যে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৬
গ্রিন হাউস গ্যাসের প্রভাবে 1850 সালে শূন্য দশমিক পাঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামী 2050 সালে তাপমাত্রা বেড়ে দাঁড়াবে—
(a) তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস
(b) চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস
(c) পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৭
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে—
(a) মনসুন
(b) টর্নেডাে
(c) টাইফুন
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
নাসার (NASA) হিসেব অনুযায়ী প্রতি বছর বায়ুমন্ডলে ক্লোরােফ্লুরােকার্বন বা CFC গ্যাসগুলাে বৃদ্ধির হার—
(a) 5 শতাংশ
(b) 7 শতাংশ
(c) 9 শতাংশ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৯
পােলিও হলাে—
(a) জীবাণুঘটিত রােগ
(b) ভাইরাসঘটিত রােগ
(c) রক্তঘটিত রােগ
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:১০
শুধুমাত্র উত্তর গােলার্ধে তিন থেকে সাড়ে পাঁচ শতাংশের মতাে ওজোন স্তরের ক্ষয় হয়েছে—
(a) 1959 থেকে 1978 সালের মধ্যে
(b) 1969 থেকে 1988 সালের মধ্যে
(c) 1979 থেকে 1998 সালের মধ্যে
উত্তর: B
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ৩[PREV]
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ৫[NEXT]
Comments
Post a Comment