প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল—
রােমের ক্রীতদাসদের প্রধান কাজকর্ম ছিল—
(a) নিজের পুঁজি বিনিয়ােগ করে ব্যাবসা করা
(b) যুদ্ধবন্দিদের ক্রয় করা
(c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা
(d) প্রভূর জমিতে চাষবাস করা
(b) যুদ্ধবন্দিদের ক্রয় করা
(c) প্রভুর সঙ্গে অংশীদারিত্বের ব্যাবসা করা
(d) প্রভূর জমিতে চাষবাস করা
উত্তর: D
প্রশ্ন:২
রােমান নাগরিকদের মনােরঞ্জনের অন্যতম উপায় ছিল—
(a) উদ্যানচর্চা
(b) সাহিত্যচর্চা
(c) চিত্রাঙ্কচর্চা
(d) গ্ল্যাডিয়েটরের লড়াই
উত্তর: D
প্রশ্ন:৩
প্রাচীন রােমের ক্রীতদাস ব্যাবসা সম্পর্কে বলা যায় যে—
(a) ক্রীতদাসদের দেশের বাইরে নিয়ে বিক্রি করতে হত
(b) ডেলোস ছিল একটি গুরুত্বপূর্ণ ক্রীতদাস বাজার
(c) বিক্রয়যােগ্য ক্রীতদাসের গলায় 'Sell' শব্দটি লেখা থাকত
(d) একটি ক্রীতদাসকে মাত্র একবার বিক্রি করা যেত
উত্তর: B
প্রশ্ন:৪
প্রাচীন গ্রিসের অধিকাংশ ক্রীতদাস আসত—
(a) যুদ্ধবন্দিদের মধ্য থেকে
(b) বিদেশ থেকে আমদানি করে
(c) ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদের মধ্য থেকে
(d) জলদস্যুদের আক্রমণে বন্দী হওয়া মানুষদের মধ্য থেকে
উত্তর: A
প্রশ্ন:৫
ক্রীতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে ক্রীতদাসে পরিণত হয়, তাদের বলা হয়—
(a) ভাৰ্নি
(b) গ্ল্যাডিয়েটর
(c) প্যাট্রিসিয়ান
(d) ম্যানুমিসিও
উত্তর: A
প্রশ্ন:৬
রােমের বেশিরভাগ ক্রীতদাসই ছিল—
(a) দেশীয়
(b) বিদেশি
(c) উচ্চশিক্ষিত
(d) স্বাধীন
উত্তর: B
প্রশ্ন:৭
মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসকে বলা হত—
(a) ভার্নি
(b) গ্ল্যাডিয়েটর
(c) ম্যানুমিসিও
(d) লিবারটাস
উত্তর: D
প্রশ্ন:৮
প্রভু তার ক্রীতদাসকে কী করতে পারত ?
(a) হত্যা
(b) বিক্রি ও হত্যা
(c) বিক্রি
(d) কিছুই পারত না
উত্তর: B
প্রশ্ন:৯
দশর্কদের মনােরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত—
(a) ম্যানুমিসিওরা
(b) গ্ল্যাডিয়েটররা
(c) প্লেবিয়ানরা
(d) ভার্নিরা
উত্তর: B
প্রশ্ন:১০
কোনাে রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে—
(a) ক্রীতদাসটি প্রচুর অর্থ পেত
(b) ক্রীতদাসটি বড়ো পুরস্কার পেত
(c) ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত
(d) ক্রীতদাসটি গ্ল্যাডিয়েটর হিসেবে গণ্য হত
উত্তর: C
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৬[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৮[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment