রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
“Men are the Polis” কথাটি বলেছেন—
(a) থুকিডিডিস
(b) অ্যারিস্টটল
(c) প্লেটো
(d) সক্রেটিস
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
স্পার্টার পরিষদ যে নামে পরিচিত ছিল—
(a) গেরুসিয়া
(b) একলেজিয়া
(c) ইফর
(d) আরকন
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ ছিল—
(a) সিরাকিউজ
(b) আরগস
(c) এথেন্স
(d) স্পার্টা
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
পেলােপনেসীয় যুদ্ধ চলেছিল—
(a) ৩৭ বছর
(b) ১৬ বছর
(c) ২৭ বছর
(d) ৭ বছর
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
এথেন্সের ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) একলেজিয়া
(b) আরকন
(c) ইথার
(d) অ্যাগােরা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
স্পার্টায় ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) হেলট
(b) মেটিক
(c) থিটিস
(d) পেরিওকয়
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
প্রাচীন গ্রিসের নগর-রাষ্ট্রগুলিকে ‘A Perfect Community’ বলে অভিহিত করেছেন—
(a) ভিক্টর এরনবার্গ
(b) অ্যারিস্টটল
(c) হােপার
(d) প্লেটো
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
গ্রিসের অভিজাততান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ ছিল—
(a) আরগস
(b) রােম
(c) এথেন্স
(d) স্পার্টা
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল—
(a) হেলট
(b) পেরিওসি
(c) স্পার্টান
(d) মেটিক
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
প্লেটোর মতে, একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত—
(a) ১০,০০০
(b) ২০,০০০
(c) ৪,০০০
(d) ৫,০০০
উত্তর: D
⮞⮞⮞⮞
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৬[PREV]
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৮[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment