নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
অপরসায়ন চর্চার সূত্রপাত ঘটেছিল—
অপরসায়ন চর্চার সূত্রপাত ঘটেছিল—
(a) চিনে
(b) মিশরে
(c) গ্রিসে
(d) রােমে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
ইউরােপে ধাতুগলন বিদ্যা আবিষ্কৃত হয়—
(a) ১২৪০ খ্রিস্টাব্দ নাগাদ
(b) ১৩৪০ খ্রিস্টাব্দ নাগাদ
(c) ১৪৪০ খ্রিস্টাব্দ নাগাদ
(d) ১৫৪০ খ্রিস্টাব্দ নাগাদ
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
সাধারণ ধাতু থেকে সােনা তৈরির প্রচেষ্টা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) রসায়নবিদ্যা
(b) অপরসায়নবিদ্যা
(c) পদার্থবিদ্যা
(d) জীববিদ্যা
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন—
(a) বিজ্ঞানী প্রিস্টলি
(b) বিজ্ঞানী জন ডালটন
(c) বিজ্ঞানী নিউটন
(d) ল্যাভয়েসিয়র
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
ইংরেজি ‘অ্যালকেমি’ (Alchemy) শব্দটির উৎপত্তি হয়েছে—
(a) মিশরীয় শব্দ ‘খেমিয়া’ থেকে
(b) চিনা শব্দ ‘কেমিয়া’ থেকে
(c) আরবি শব্দ ‘আল-কিমিয়া’ থেকে
(d) ভারতীয় শব্দ ‘কেমি’ থেকে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৬
আধুনিক রসায়নচর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল—
(a) প্যারাসেলসাস কর্তৃক তিনটি নতুন মৌল আবিষ্কার
(b) নিউটন কর্তৃক পরমাণুর গঠন আবিষ্কার
(c) অটো ভন গেরিক কর্তৃক অক্সিজেন গ্যাস আবিষ্কার
(d) হামফ্রে ডেভি কর্তৃক সােডিয়াম, পটাশিয়াম ও ক্যালশিয়াম মৌলের আবিষ্কার
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৭
সাধারণ ধাতু নিষ্কাশন করে মূল্যবান ধাতু তৈরি প্রচেষ্টা যে নামে পরিচিত,তা হল—
(a) জ্যোতির্বিদ্যা
(b) ভেষজবিদ্যা
(c) অপরসায়নবিদ্যা
(d) রসায়নবিদ্যা
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৮
আধুনিক রসায়নের উদ্ভব হয়—
(a) পদার্থবিদ্যা থেকে
(b) জ্যোতির্বিদ্যা থেকে
(c) অপরসায়ন থেকে
(d) ম্যাজিক থেকে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৯
‘আধুনিক রসায়নবিদ্যার জনক’ কাকে বলা হয় ?
(a) ল্যাভয়সিয়রকে
(b) ফ্রান্সিস বেকনকে
(c) রবার্ট বয়েলকে
(d) জাঁবেগুনকে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
আধুনিক পরমাণুবাদের জনক হলেন—
(a) নিউটন
(b) জন ডালটন
(c) গ্যালিলিয়ো
(d) ফ্রান্সিস বেকন
উত্তর: B
Comments
Post a Comment