প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
অপরসায়ন চর্চার সূত্রপাত ঘটেছিল—
অপরসায়ন চর্চার সূত্রপাত ঘটেছিল—
(a) চিনে
(b) মিশরে
(c) গ্রিসে
(d) রােমে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
ইউরােপে ধাতুগলন বিদ্যা আবিষ্কৃত হয়—
(a) ১২৪০ খ্রিস্টাব্দ নাগাদ
(b) ১৩৪০ খ্রিস্টাব্দ নাগাদ
(c) ১৪৪০ খ্রিস্টাব্দ নাগাদ
(d) ১৫৪০ খ্রিস্টাব্দ নাগাদ
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
সাধারণ ধাতু থেকে সােনা তৈরির প্রচেষ্টা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) রসায়নবিদ্যা
(b) অপরসায়নবিদ্যা
(c) পদার্থবিদ্যা
(d) জীববিদ্যা
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন—
(a) বিজ্ঞানী প্রিস্টলি
(b) বিজ্ঞানী জন ডালটন
(c) বিজ্ঞানী নিউটন
(d) ল্যাভয়েসিয়র
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
ইংরেজি ‘অ্যালকেমি’ (Alchemy) শব্দটির উৎপত্তি হয়েছে—
(a) মিশরীয় শব্দ ‘খেমিয়া’ থেকে
(b) চিনা শব্দ ‘কেমিয়া’ থেকে
(c) আরবি শব্দ ‘আল-কিমিয়া’ থেকে
(d) ভারতীয় শব্দ ‘কেমি’ থেকে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৬
আধুনিক রসায়নচর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল—
(a) প্যারাসেলসাস কর্তৃক তিনটি নতুন মৌল আবিষ্কার
(b) নিউটন কর্তৃক পরমাণুর গঠন আবিষ্কার
(c) অটো ভন গেরিক কর্তৃক অক্সিজেন গ্যাস আবিষ্কার
(d) হামফ্রে ডেভি কর্তৃক সােডিয়াম, পটাশিয়াম ও ক্যালশিয়াম মৌলের আবিষ্কার
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৭
সাধারণ ধাতু নিষ্কাশন করে মূল্যবান ধাতু তৈরি প্রচেষ্টা যে নামে পরিচিত,তা হল—
(a) জ্যোতির্বিদ্যা
(b) ভেষজবিদ্যা
(c) অপরসায়নবিদ্যা
(d) রসায়নবিদ্যা
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৮
আধুনিক রসায়নের উদ্ভব হয়—
(a) পদার্থবিদ্যা থেকে
(b) জ্যোতির্বিদ্যা থেকে
(c) অপরসায়ন থেকে
(d) ম্যাজিক থেকে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৯
‘আধুনিক রসায়নবিদ্যার জনক’ কাকে বলা হয় ?
(a) ল্যাভয়সিয়রকে
(b) ফ্রান্সিস বেকনকে
(c) রবার্ট বয়েলকে
(d) জাঁবেগুনকে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
আধুনিক পরমাণুবাদের জনক হলেন—
(a) নিউটন
(b) জন ডালটন
(c) গ্যালিলিয়ো
(d) ফ্রান্সিস বেকন
উত্তর: B

Comments
Post a Comment