রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
অষ্টম হেনরির আমলে টমাস ক্রমওয়েল পুনর্গঠনের লক্ষ্যে রাজস্ব বিভাগকে ভাগ করেন যে কয়টি ভাগে, তা হল—
(a) ৫ টি
(b) ৬ টি
(c) ৭ টি
(d) ৮ টি
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:২
ক্রমওয়েলের প্রচেষ্টায় গড়ে ওঠা ছটি রাজস্ব আদালত (Revenue Court) স্থাপিত হয়—
(a) ১৫৩১ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৩ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৭ খ্রিস্টাব্দে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
অষ্টম হেনরির রিফরমেশন পার্লামেন্টটি চলেছিল—
(a) তিন বছর
(b) পাঁচ বছর
(c) সাত বছর
(d) নয় বছর
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
টমাস ক্রমওয়েল ‘অ্যাক্ট অব অ্যাপিলস’ নামে আইনের দ্বারা—
(a) ইংল্যান্ডের রাজার সার্বভৌমত্ব ঘােষণা করেন
(b) প্রজাস্বত্ব রক্ষার কথা বলেন
(c) ভূমিসংস্কারের ঘােষণা করেন
(d) রাজার প্রতি আনুগত্য প্রদান বাধ্যতামূলক করেন
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ড রাজ অষ্টম হেনরির—
(a) অর্থমন্ত্রী
(b) প্রধানমন্ত্রী
(c) বিদেশমন্ত্রী
(d) প্রধান উপদেষ্টা
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
ইংল্যান্ডে নতুন রাজতন্ত্রের কালে অন্যতম বৈশিষ্ট্য হল—
(a) বিচার বিভাগের ক্ষমতা হ্রাস
(b) সামাজিক স্থবিরতা
(c) ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত
(d) পার্লামেন্টের ক্ষমতা হ্রাস
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
টমাস ক্রমওয়েল ‘অ্যাক্ট অব সুপ্রিমেসি’ ঘােষণা করেন—
(a) ১৫৩০ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৬ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৯ খ্রিস্টাব্দে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
টমাস ক্রমওয়েল ‘অ্যাক্ট অব সুপ্রিমেসি’ নামে আইনের দ্বারা—
(a) বড়াে মঠগুলি বাজেয়াপ্ত করেন
(b) ছােটো মঠগুলির ওপর আধিপত্য বৃদ্ধি করেন
(c) মঠের বিপুল পরিমাণ সম্পত্তি নিজের আত্মীয়দেয় দান করেন
(d) বিদ্রোহী নেতাদের মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দেন
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
টমাস ক্রমওয়েলের নেতৃত্বে আয়ার্ল্যান্ডের ওপর কেন্দ্রীয় শাসনব্যবধা চাপানাে হয়—
(a) ১৫৩৩ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৫ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৭ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৯ খ্রিস্টাব্দে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
টিউডর শাসনকালে ইংল্যান্ডের সভা ছিল—
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
উত্তর: B
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৭[PREV]
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৯[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment