পরিবেশ ব্যবস্থাপনা
⮞⮞⮞প্রশ্ন:১
পানীয় জলে আর্সেনিকের পরিমাণ থাকা উচিত—
(a) 0.05 মিলিগ্রাম/লিটার
(b) 0.06 মিলিগ্রাম/লিটার
(c) 0.07 মিলিগ্রাম/লিটার
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:২
বনসংরক্ষণ আইন সংশােধন করা হয়—
(a) 1988 সালে
(b) 1989 সালে
(c) 1990 সালে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৩
পানীয় জলে লােহার পরিমাণ হওয়া উচিত—
(a) 0.3 মিলিগ্রাম/লিটার
(b) 0.4 মিলিগ্রাম/লিটার
(c) 0.5 মিলিগ্রাম/লিটার
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৪
হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত চত্বরে শান্ত এলাকা ধরা হয়েছে—
(a) 300 মিটার এলাকাকে
(b) 200 মিটার এলাকাকে
(c) 100 মিটার এলাকাকে
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৫
কোলকাতা হাইকোর্টের শব্দদূষণ নিবারণে কিছু নীতি নির্দেশক আদেশ জারি হয়—
(a) 1995 সালের 1 এপ্রিল থেকে
(b) 1996 সালের 1 এপ্রিল থেকে
(c) 1997 সালের 1 এপ্রিল থেকে
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৬
মােটরযান আইন সংশােধন হয়—
(a) 1988 সালে
(b) 1989 সালে
(c) 1990 সালে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৭
সুস্থায়ী পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয় হলো—
(a) তথ্য বিনিময়
(b) নজরদারি
(c) ক ও খ উভয়েই
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৮
পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দদূষণের সূচক ধরা হয়েছে—
(a) 100 ডেসিবেলের বেশি
(b) 80 ডেসিবেলের বেশি
(c) 65 ডেসিবেলের বেশি
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৯
বসুন্ধরা সম্মেলনগুলাের অন্যতম প্রাসঙ্গিক নীতি হলাে—
(a) দূষণকারী রাষ্ট্রেরই দূষণ ব্যয় বহন করা উচিত
(b) উন্নয়নশীল দেশগুলাের দূষণ ব্যয় বহন করা উচিত
(c) রাষ্ট্রপুঞ্জের দূষণ ব্যয় বহন করা উচিত
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:১০
পানীয় জলে পি.এইচ এর মান হওয়া উচিত—
(a) 6.5-8.5
(b) 7.5-8.5
(c) 8.5-9.5
উত্তর: A
পরিবেশ ব্যবস্থাপনা সেট ৩[PREV]
পরিবেশ ব্যবস্থাপনা সেট ৫[NEXT]
Comments
Post a Comment