জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের মধ্যে ভারতে আছে শতকরা—
(a) 6.4 ভাগ
(b) 7.4 ভাগ
(c) 8.4 ভাগ
উত্তর: A
➤➤➤প্রশ্ন:২
ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা—
(a) 72 টি
(b) 82 টি
(c) 92 টি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৩
পরিসংখ্যান থেকে জানা গেছে ভারতে বিভিন্ন প্রজাতির ছত্রাক আছে—
(a) 12500
(b) 13500
(c) 14500
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৪
ভারতে বন্য উদ্ভিদ প্রজাতি আজ বিপন্ন এদের সংখ্যা অন্ততপক্ষে—
(a) শতকরা 10 ভাগ
(b) শতকরা 20 ভাগ
(c) শতকরা 30 ভাগ
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
ভারতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়—
(a) 35,000 হাজারের বেশি
(b) 45,000 হাজারের বেশি
(c) 55,000 হাজারের বেশি
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আজ বিলুপ্তির মুখােমুখি—
(a) 81 টি
(b) 71 টি
(c) 61 টি
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৭
আমাদের দেশে এখনও পর্যন্ত অমেরুদণ্ডী প্রাণী প্রজাতির কথা জানা গেছে—
(a) 40,000
(b) 30,000
(c) 20,000
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৮
আমাদের দেশে স্তন্যপায়ী প্রজাতির প্রাণীদের সংখ্যা—
(a) 250
(b) 300
(c) 350
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৯
1600 খ্রিস্টপূর্বের পর থেকে মেরুদন্ডী, অমেরুদন্ডী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়েছে প্রায়—
(a) 800 প্রজাতির
(b) 700 প্রজাতির
(c) 600 প্রজাতির
উত্তর: B
➤➤➤প্রশ্ন:১০
কেবলমাত্র ভারতেই জন্মায়, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না ভারতের এমন উদ্ভিদের সংখ্যা শতকরা—
(a) 18 ভাগ
(b) 20 ভাগ
(c) 22 ভাগ
উত্তর: A
Comments
Post a Comment