নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
❀প্রশ্ন:১
জৈনধর্মের প্রথম তীর্থংকর কে ছিলেন ?
জৈনধর্মের প্রথম তীর্থংকর কে ছিলেন ?
(a) মহাবীর
(b) পার্শ্বনাথ
(c) গৌতম বুদ্ধ
(d) ঋষভদেব
উত্তর: D
❀প্রশ্ন:২
শ্বেতাম্বর শ্রমণরা জৈন শাস্ত্রগ্রন্থ জৈনসিদ্ধান্ত সংকলন করেন যাঁর নির্দেশ মেনে, তিনি হলেন—
(a) মংখলিপুত্র গােসাল
(b) স্থবির দেবর্ধিগণ
(c) ইন্দ্রভূতি
(d) স্থূলভদ্র
উত্তর: B
❀প্রশ্ন:৩
জৈনদের আদি শাস্ত্রগ্রন্থটির নাম হল—
(a) ত্রিপিটক
(b) পরিশিষ্ট পার্বণ
(c) জাতক
(d) কল্পসূত্র
উত্তর: D
❀প্রশ্ন:৪
পার্শ্বনাথ দেহত্যাগ করেন—
(a) ৮৫ বছর বয়সে
(b) ৯০ বছর বয়সে
(c) ৯৫ বছর বয়সে
(d) ১০০ বছর বয়সে
উত্তর: D
❀প্রশ্ন:৫
জৈনধর্ম কী কী ভাগে বিভক্ত হয়েছিল ?
(a) হীনযান-মহাযান
(b) হীনযান-শ্বেতাম্বর
(c) মহাযান-দিগম্বর
(d) শ্বেতাম্বর-দিগম্বর
উত্তর: D
❀প্রশ্ন:৬
পার্শ্বনাথ সংসার ত্যাগ করে তপশ্চর্যা গ্রহণ করেন—
(a) ৩০ বছর বয়সে
(b) ৩২ বছর বয়সে
(c) ৩৪ বছর বয়সে
(d) ৩৬ বছর বয়সে
উত্তর: A
❀প্রশ্ন:৭
জৈনধর্মের শেষ প্রবর্তক ছিলেন—
(a) মহাবীর
(b) ঋষভদেব
(c) পার্শ্বনাথ
(d) অশ্বসেন
উত্তর: A
❀প্রশ্ন:৮
‘পার্শ্বনাথ চরিত’ গ্রন্থটি রচনা করেন—
(a) অশ্বসেন
(b) মহাবীর
(c) ভবদেবসুরী
(d) আদিনাথ
উত্তর: C
❀প্রশ্ন:৯
‘জৈনসিদ্ধান্ত’ বিভক্ত—
(a) ২ টি ভাগে
(b) ৩ টি ভাগে
(c) ৪ টি ভাগে
(d) ৫ টি ভাগে
উত্তর: C
❀প্রশ্ন:১০
জৈনধর্মের মােট তীর্থংকর ছিলেন—
(a) ২০ জন
(b) ২২ জন
(c) ২৪ জন
(d) ২৬ জন
উত্তর: C
Comments
Post a Comment