প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
❀প্রশ্ন:১
জৈনধর্মের প্রথম তীর্থংকর কে ছিলেন ?
জৈনধর্মের প্রথম তীর্থংকর কে ছিলেন ?
(a) মহাবীর
(b) পার্শ্বনাথ
(c) গৌতম বুদ্ধ
(d) ঋষভদেব
উত্তর: D
❀প্রশ্ন:২
শ্বেতাম্বর শ্রমণরা জৈন শাস্ত্রগ্রন্থ জৈনসিদ্ধান্ত সংকলন করেন যাঁর নির্দেশ মেনে, তিনি হলেন—
(a) মংখলিপুত্র গােসাল
(b) স্থবির দেবর্ধিগণ
(c) ইন্দ্রভূতি
(d) স্থূলভদ্র
উত্তর: B
❀প্রশ্ন:৩
জৈনদের আদি শাস্ত্রগ্রন্থটির নাম হল—
(a) ত্রিপিটক
(b) পরিশিষ্ট পার্বণ
(c) জাতক
(d) কল্পসূত্র
উত্তর: D
❀প্রশ্ন:৪
পার্শ্বনাথ দেহত্যাগ করেন—
(a) ৮৫ বছর বয়সে
(b) ৯০ বছর বয়সে
(c) ৯৫ বছর বয়সে
(d) ১০০ বছর বয়সে
উত্তর: D
❀প্রশ্ন:৫
জৈনধর্ম কী কী ভাগে বিভক্ত হয়েছিল ?
(a) হীনযান-মহাযান
(b) হীনযান-শ্বেতাম্বর
(c) মহাযান-দিগম্বর
(d) শ্বেতাম্বর-দিগম্বর
উত্তর: D
❀প্রশ্ন:৬
পার্শ্বনাথ সংসার ত্যাগ করে তপশ্চর্যা গ্রহণ করেন—
(a) ৩০ বছর বয়সে
(b) ৩২ বছর বয়সে
(c) ৩৪ বছর বয়সে
(d) ৩৬ বছর বয়সে
উত্তর: A
❀প্রশ্ন:৭
জৈনধর্মের শেষ প্রবর্তক ছিলেন—
(a) মহাবীর
(b) ঋষভদেব
(c) পার্শ্বনাথ
(d) অশ্বসেন
উত্তর: A
❀প্রশ্ন:৮
‘পার্শ্বনাথ চরিত’ গ্রন্থটি রচনা করেন—
(a) অশ্বসেন
(b) মহাবীর
(c) ভবদেবসুরী
(d) আদিনাথ
উত্তর: C
❀প্রশ্ন:৯
‘জৈনসিদ্ধান্ত’ বিভক্ত—
(a) ২ টি ভাগে
(b) ৩ টি ভাগে
(c) ৪ টি ভাগে
(d) ৫ টি ভাগে
উত্তর: C
❀প্রশ্ন:১০
জৈনধর্মের মােট তীর্থংকর ছিলেন—
(a) ২০ জন
(b) ২২ জন
(c) ২৪ জন
(d) ২৬ জন
উত্তর: C

Comments
Post a Comment