রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন—
(a) ৩২০ খ্রিস্টপূর্বাব্দ
(b) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ
(c) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ
(d) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:২
মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম কী ?
(a) তােষালি
(b) মগধ
(c) রাজগৃহ
(d) পাটলিপুত্র
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে ক-টি জাতির উল্লেখ করেছেন ?
(a) ৪ টি
(b) ৫ টি
(c) ৬ টি
(d) ৭ টি
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন—
(a) পুষ্যমিত্র
(b) বৃহদ্রথ
(c) বিন্দুসার
(d) বিম্বিসার
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যে প্রদেশ ছিল—
(a) চারটি
(b) ছয়টি
(c) আটটি
(d) দশটি
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
সেলুকাস যাঁর সঙ্গে নিজ কন্যা হেলেনের বিবাহ দেন, তিনি হলেন—
(a) বিম্বিসার
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) বিন্দুসার
(d) অশােক
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
অশােক যেসব ধর্মদূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন—
(a) সংঘমিত্রা
(b) রক্ষিত
(c) ধর্মরক্ষিত
(d) মহারক্ষিত
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
সিন্ধু ও পাঞ্জাবের গ্রিক শাসনের উচ্ছেদ করেন—
(a) বিম্বিসার
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) বিন্দুসার
(d) অশোক
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
অশােক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন, তা হল—
(a) প্রাচ্য
(b) উত্তরাপথ
(c) অবন্তীপথ
(d) কলিঙ্গ
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
সেলুকাস সিন্ধু অঞ্চলে উপস্থিত হয়েছিলেন—
(a) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
(b) ৩১২ খ্রিস্টপূর্বাব্দে
(c) ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে
(d) ২৩৭ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর: C
⮞⮞⮞⮞
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৩[PREV]
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৫[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment