নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
কোন্ যুদ্ধের শেষদিকে ইউরােপে কামানের ব্যবহার শুরু হয় ?
কোন্ যুদ্ধের শেষদিকে ইউরােপে কামানের ব্যবহার শুরু হয় ?
(a) তালাসের যুদ্ধের
(b) শতবর্ষের যুদ্ধের
(c) চিন-আরব যুদ্ধের
(d) পানিপথের প্রথম যুদ্ধের
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
ব্লাস্ট ফার্নেস হল—
(a) পারদ সংকরায়নের যন্ত্র
(b) ধাতু সংমিশ্রণের চুল্লি
(c) লােহা গলাবার চুল্লি
(d) মূল্যবান ধাতু তৈরির চুল্লি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৩
সামরিক বিপ্লবের ফলে যুদ্ধ, অস্ত্র, হিংসা প্রভৃতি ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়—
(a) সামন্তপ্রভুদের
(b) গােলন্দাজ বাহিনীর
(c) জনগণের
(d) রাষ্ট্রের
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৪
ইটালির বিরিংগুচিও এবং স্যাক্সনির জর্জিয়াস এগ্রিকোলা কোন্ বিদ্যার অগ্রগতি ঘটান ?
(a) পারদ সংকরায়ন
(b) অপরসায়ন
(c) ধাতু নিষ্কাশন
(d) আগ্নেয়াস্ত্র প্রস্তুতি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
বারুদের আবিষ্কার হয়—
(a) প্রাচীন যুগে
(b) মধ্যযুগের শেষে
(c) আধুনিক যুগে
(d) আধুনিক যুগের শেষে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
‘দ্য পাইরােটেকনিয়া’ গ্রন্থের লেখক হলেন—
(a) গ্যালিলিয়ো
(b) নিউটন
(c) জর্জিয়াস এগ্রিকোলা
(d) বিরিংগুচিও
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৭
কোন্ দেশে বারুদ তৈরির কৌশল উদ্ভাবন হয় ?
(a) চিনে
(b) আরবে
(c) ভারতে
(d) জার্মানিতে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৮
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মাপার যন্ত্রকে বলা হয়—
(a) কম্পাস
(b) র্যাডার
(c) নিরাপত্তা বাতি
(d) অ্যাস্ট্রোলেব
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৯
সামরিক বিপ্লবের ফলে যুদ্ধের—
(a) ব্যয় বৃদ্ধি পায়
(b) ব্যয় হ্রাস পায়
(c) ভয়াবহতা কমে
(d) সামন্ততন্ত্র শক্তিশালী হয়
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
ধাতুনির্মিত গােলা বা হাতকামানের ব্যবহার প্রথম যে দেশে চালু হয়েছিল—
(a) ফ্রান্সে
(b) চিনে
(c) ভারতে
(d) ইংল্যান্ডে
উত্তর: B
Comments
Post a Comment