রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
কৌটিল্যের মতে—
(a) সীমান্তবর্তী প্রতিবেশী হল স্বভাবজাত মিত্র
(b) সীমান্তবর্তী প্রতিবেশী হল স্বভাবজাত শত্রু
(c) শান্তিই যুদ্ধের সৃষ্টি করে
(d) রাজা হবেন স্বেচ্ছাচারী
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:২
কৌটিল্য স্বামী বলতে বুঝিয়েছেন—
(a) রাষ্ট্রের প্রধানকে
(b) পরিবারের প্রধানকে
(c) সমাজের প্রধানকে
(d) গ্রামের প্রধানকে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
কৌটিল্যের ধারণায় রাজার কর্তব্য হল—
(a) প্রজাদের কাছ থেকে কর আদায় করা
(b) প্রজাদের কাছ থেকে আনুগত্য আদায় করা
(c) প্রজাকল্যাণ ও প্রজাস্বার্থ রক্ষা করা
(d) প্রজাদেরকে ধর্মান্তরিত করা
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
কৌটিল্যের মন্ডলতত্ত্বে রয়েছে—
(a) বিদেশনীতি বা কূটনীতির ধারণা
(b) অর্থনীতি বা আর্থিক বিধিবিধানের ধারণা
(c) রাজনীতি বা রাজনৈতিক নীতি-নির্দেশের ধারণা
(d) ধর্মনীতি বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের ধারণা
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
কৌটিল্য অর্থশাস্ত্রে যে আইনবিধি রচনা করেছেন তাঁর ভাগ হল—
(a) ২ টি
(b) ৩ টি
(c) ৪ টি
(d) ৫ টি
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
কৌটিল্যের ধারণায়—
(a) রাষ্ট্রীয় শক্তির প্রাণকেন্দ্র হল জনপদ
(b) আর্থিক ভিত্তির মূল উপাদান জনপদ
(c) বাণিজ্য সংগঠন গিল্ডের মূলকেন্দ্র হল জনপদ
(d) গ্রামগুলির একক হল জনপদ
উত্তর:
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
অর্থশাস্ত্র অনুসারে—
(a) রাজা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মিত্রতা বজায় রাখবেন
(b) রাজা হবেন সাম্রাজ্যবাদী
(c) রাজা হবেন কূটনীতিপরায়ণ
(d) রাজা দরিদ্র মেয়েদের বিবাহ দানের ব্যবস্থা করবেন
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
কৌটিল্য বর্ণিত সমাহর্তার সঙ্গে আজকের দিনে যে মন্ত্রীর মিল রয়েছে, তিনি হলেন—
(a) অর্থমন্ত্রী
(b) প্রধানমন্ত্রী
(c) স্বরাষ্ট্রমন্ত্রী
(d) বিদেশমন্ত্রী
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
আধুনিক বিশ্বে কৌটিল্যের মন্ডলতত্ত্বের প্রাসঙ্গিকতা রয়েছে—
(a) আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক নির্ধারণে
(b) আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রীড়া প্রতিযােগিতার মধ্যে
(c) আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মীয় ভাবধারার আদানপ্রদানের মধ্যে
(d) আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
কৌটিল্যের ধারণায় রাজা হলেন—
(a) ভারতীয় রাষ্ট্রকাঠামাের অঙ্গ
(b) ভারতীয় সমাজব্যবস্থার অঙ্গ
(c) ভারতীয় ধর্মব্যবস্থার অঙ্গ
(d) ভারতীয় আর্থিক কাঠামাের অঙ্গ
উত্তর: A
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৫[PREV]
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৭[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment