পরিবেশ ব্যবস্থাপনা
⮞⮞⮞প্রশ্ন:১
জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন চালু হয়—
(a) 1974 সালে
(b) 1975 সালে
(c) 1976 সালে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:২
পানীয় জলে ক্লোরাইড লবণ থাকা উচিত—
(a) 350 মিলিগ্রাম/লিটার
(b) 250 মিলিগ্রাম/লিটার
(c) 150 মিলিগ্রাম/লিটার
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৩
একটি শান্ত এলাকায় দিনে ও রাতে অনুমােদিত শব্দমাত্রার মান (ডেসিবেল) হলাে—
(a) 50 ও 40
(b) 60 ও 30
(c) 70 ও 20
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৪
ভারতে পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে 1986 সালে জারি হওয়া গুরুত্বপূর্ণ আইনটির নাম—
(a) জনগণের পরিবেশ সুরক্ষা আইন
(b) আমাদের পরিবেশ সুরক্ষা আইন
(c) পরিবেশ সুরক্ষা আইন
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৫
কীটনাশক আইন চালু হয়—
(a) 1969 সালে
(b) 1968 সালে
(c) 1967 সালে
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৬
শিল্প সংশোধনী আইন প্রণয়ন হয়—
(a) 1997 সালে
(b) 1987 সালে
(c) 1977 সালে
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৭
ক্ষারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলাে এমন দুটি মাপকাটি যা পরিবেশগত গুণমান নির্ধারণ করে—
(a) মাটির
(b) বায়ুর
(c) জলের
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৮
পরিবেশ আইন লঙ্ঘনকারীকে 5 বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে—
(a) বন্যপ্রাণী সুরক্ষা আইনে
(b) ভারতীয় বন আইনে
(c) পরিবেশ সুরক্ষা আইনে
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৯
কোনাে শিল্পাঞ্চলে বাতাসে শ্বসনযােগ্য ভাসমান ধূলিকণার অনুমােদিত ঘনত্বের বাৎসরিক গড়—
(a) 150 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(b) 100 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(c) 120 মাইক্রোগ্রাম/ঘনমিটার
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:১০
তেজস্ক্রিয়তা রক্ষা আইন চালু হয়—
(a) 1969 সালে
(b) 1970 সালে
(c) 1971 সালে
উত্তর: C
পরিবেশ ব্যবস্থাপনা সেট ৪[PREV]
Comments
Post a Comment