নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
✪প্রশ্ন:১
পাশ্চাত্য ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—
পাশ্চাত্য ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—
(a) বৈশালী ও পাটলিপুত্র
(b) বৈশালী ও কৌশাম্বি
(c) কৌশাম্বি ও অধান
(d) অবন্তি ও বৈশালী
উত্তর: B
✪প্রশ্ন:২
‘ধর্মচক্র প্রবর্তন’ বলতে বােঝায়—
(a) ধর্মপ্রচার
(b) বুদ্ধের গৃহত্যাগ
(c) সিদ্ধিলাভ
(d) মহাপরিনির্বাণ
উত্তর: A
✪প্রশ্ন:৩
বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধধর্ম যে অসংখ্য সম্প্রদায়ে ভাগ হয়ে যায় তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সম্প্রদায় হল—
(a) থেরবাদ
(b) সর্বাস্তিবাদ
(c) সংক্রান্তিবাদ
(d) ক্ষণিকবাদ
উত্তর: A
✪প্রশ্ন:৪
প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয়—
(a) রাজগৃহে
(b) কাশ্মীরে
(c) পাটালিপুত্রে
(d) বৈশালীতে
উত্তর: A
✪প্রশ্ন:৫
নবীন ভিক্ষুণীরা পরিচিত ছিল—
(a) ভিখারিনি নামে
(b) শিক্ষামানা নামে
(c) ভিক্ষুণী নামে
(d) শিক্ষার্থিনী নামে
উত্তর: B
✪প্রশ্ন:৬
ধর্মচক্র প্রবর্তনের ঘটনা ঘটেছিল—
(a) বুদ্ধগয়াতে
(b) সারনাথে
(c) কুশীনগরে
(d) পাবা গ্রামে
উত্তর: B
✪প্রশ্ন:৭
প্রাচ্য ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—
(a) বৈশালী ও পাটলিপুত্র
(b) পাটলিপুত্র ও মগধ
(c) বৈশালী ও মগধ
(d) অবন্তি ও বৈশালী
উত্তর: A
✪প্রশ্ন:৮
‘জৈন’ শব্দটি যে শব্দ থেকে উদ্ভূত, তা হল—
(a) যান
(b) জিন
(c) জেন
(d) জানি
উত্তর: B
✪প্রশ্ন:৯
তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন বসে—
(a) বৈশালিতে
(b) রাজগৃহে
(c) কনৌজে
(d) পাটলিপুত্রে
উত্তর: D
✪প্রশ্ন:১০
উপােসথ অনুষ্ঠান প্রতি মাসে অনুষ্ঠিত হত—
(a) ৪ বার
(b) ২ বার
(c) ৫ বার
(d) ৭ বার
উত্তর: B
Comments
Post a Comment