বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
✪প্রশ্ন:১
পাশ্চাত্য ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—
পাশ্চাত্য ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—
(a) বৈশালী ও পাটলিপুত্র
(b) বৈশালী ও কৌশাম্বি
(c) কৌশাম্বি ও অধান
(d) অবন্তি ও বৈশালী
উত্তর: B
✪প্রশ্ন:২
‘ধর্মচক্র প্রবর্তন’ বলতে বােঝায়—
(a) ধর্মপ্রচার
(b) বুদ্ধের গৃহত্যাগ
(c) সিদ্ধিলাভ
(d) মহাপরিনির্বাণ
উত্তর: A
✪প্রশ্ন:৩
বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধধর্ম যে অসংখ্য সম্প্রদায়ে ভাগ হয়ে যায় তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সম্প্রদায় হল—
(a) থেরবাদ
(b) সর্বাস্তিবাদ
(c) সংক্রান্তিবাদ
(d) ক্ষণিকবাদ
উত্তর: A
✪প্রশ্ন:৪
প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয়—
(a) রাজগৃহে
(b) কাশ্মীরে
(c) পাটালিপুত্রে
(d) বৈশালীতে
উত্তর: A
✪প্রশ্ন:৫
নবীন ভিক্ষুণীরা পরিচিত ছিল—
(a) ভিখারিনি নামে
(b) শিক্ষামানা নামে
(c) ভিক্ষুণী নামে
(d) শিক্ষার্থিনী নামে
উত্তর: B
✪প্রশ্ন:৬
ধর্মচক্র প্রবর্তনের ঘটনা ঘটেছিল—
(a) বুদ্ধগয়াতে
(b) সারনাথে
(c) কুশীনগরে
(d) পাবা গ্রামে
উত্তর: B
✪প্রশ্ন:৭
প্রাচ্য ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—
(a) বৈশালী ও পাটলিপুত্র
(b) পাটলিপুত্র ও মগধ
(c) বৈশালী ও মগধ
(d) অবন্তি ও বৈশালী
উত্তর: A
✪প্রশ্ন:৮
‘জৈন’ শব্দটি যে শব্দ থেকে উদ্ভূত, তা হল—
(a) যান
(b) জিন
(c) জেন
(d) জানি
উত্তর: B
✪প্রশ্ন:৯
তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন বসে—
(a) বৈশালিতে
(b) রাজগৃহে
(c) কনৌজে
(d) পাটলিপুত্রে
উত্তর: D
✪প্রশ্ন:১০
উপােসথ অনুষ্ঠান প্রতি মাসে অনুষ্ঠিত হত—
(a) ৪ বার
(b) ২ বার
(c) ৫ বার
(d) ৭ বার
উত্তর: B

Comments
Post a Comment