নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
কোন্ লাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
কোন্ লাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
(a) ফিউডাল
(b) ফেডালিতে
(c) ফিউডালিস
(d) ফিউডালাৎ
উত্তর: C
প্রশ্ন:২
ইউরােপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায়—
(a) ইনভেস্টিচার নামে অনুষ্ঠানে রাজা ও প্রজাদের মধ্যে সহমর্মিতার আদানপ্রদান হত
(b) রাজা সর্বোচ্চ সামন্তপ্রভুর অধীনে থেকে দেশ শাসন করতেন
(c) নিম্ন সামন্ত ঊর্ধ্ব সামন্তের কাছ থেকে ‘ডিমিন’ নামে জমি লাভ করতেন
(d) নিম্ন সামন্ত ঊর্ধ্ব সামন্তের কাছ থেকে ‘ফিফ’ নামে জমি লাভ করতেন
উত্তর: D
প্রশ্ন:৩
ইউরােপের সামন্ততান্ত্রিক স্তরবিন্যাসে—
(a) যাজকরা সর্বোচ্চ শিখরে অবস্থান করত
(b) ভ্যাসালরা সর্বনিম্ন স্তরে অবস্থান করত
(c) রাজার নিম্নস্তরে অবস্থান করত ব্যারনরা
(d) ব্যারনদের নিম্নস্তরে অবস্থান করত ডিউকরা
উত্তর: B
প্রশ্ন:৪
মধ্যযুগের ম্যানর ব্যবস্থায়—
(a) সামন্তপ্রভুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ম্যানরপ্রভুদের উত্থান ঘটেছিল
(b) ম্যানর অঞ্চল ছিল সামন্ততন্ত্রের উৎপাদন ব্যবস্থার ভিত্তি
(c) ম্যানর হাউসে একমাত্র সৈন্যরা বসবাস করত
(d) স্থানীয় শাসন পরিচালনা করত সৈন্যরা
উত্তর: B
প্রশ্ন:৫
সামন্ততন্ত্রের উৎপত্তি সম্পর্কে—
(a) কার্ল মার্কস দরিদ্রদের প্রভুভক্তির ওপর গুরুত্ব দিয়েছেন
(b) ভিনসেন্ট স্মিথ রাজার দক্ষতাকে দায়ী করেছেন
(c) মার্ক ব্লখ ‘অনুগামী-পৃষ্ঠপােষক প্রথা’র কথা বলেছেন
(d) বােলাঁভিয়ের ‘কমিটেটাস’ প্রথার কথা বলেছেন
উত্তর: C
প্রশ্ন:৬
মধ্যযুগে ইউরােপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষকরা—
(a) টাইদ নামে ভূমিকর দিত
(b) টাইলে নামে ধর্মর্কর দিত
(c) কর্ভি নামে বেগার খাটত
(d) শিভাজ নামে আয়কর দিত
উত্তর: C
প্রশ্ন:৭
সামন্ততন্ত্রের উদ্ভবের মূল ক্ষেত্রটি কোথায় ছিল ?
(a) ভারত
(b) আমেরিকা
(c) মিশর
(d) পশ্চিম ইউরােপ
উত্তর: D
প্রশ্ন:৮
সামন্ত ব্যবস্থায় কৃষকদের যে বাধ্যতামূলক শ্রমদান করতে হত তাকে বলা হত—
(a) করভি
(b) টাইথ
(c) ভিলিল
(d) গ্যাব্রিয়েল
উত্তর: A
প্রশ্ন:৯
সামন্ততান্ত্রিক ইউরােপে কৃষকদের দেয় টাইদ করটি ছিল—
(a) ভূমিকর
(b) ধর্মর্কর
(c) বেগারশ্রম
(d) পরােক্ষ কর
উত্তর: B
প্রশ্ন:১০
সামন্ততন্ত্রে উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি ছিল—
(a) জমি
(b) ব্যাবসাবাণিজ্য
(c) কলকারখানা
(d) শিল্প
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৭[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৯[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment