বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
কোন্ লাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
কোন্ লাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
(a) ফিউডাল
(b) ফেডালিতে
(c) ফিউডালিস
(d) ফিউডালাৎ
উত্তর: C
প্রশ্ন:২
ইউরােপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায়—
(a) ইনভেস্টিচার নামে অনুষ্ঠানে রাজা ও প্রজাদের মধ্যে সহমর্মিতার আদানপ্রদান হত
(b) রাজা সর্বোচ্চ সামন্তপ্রভুর অধীনে থেকে দেশ শাসন করতেন
(c) নিম্ন সামন্ত ঊর্ধ্ব সামন্তের কাছ থেকে ‘ডিমিন’ নামে জমি লাভ করতেন
(d) নিম্ন সামন্ত ঊর্ধ্ব সামন্তের কাছ থেকে ‘ফিফ’ নামে জমি লাভ করতেন
উত্তর: D
প্রশ্ন:৩
ইউরােপের সামন্ততান্ত্রিক স্তরবিন্যাসে—
(a) যাজকরা সর্বোচ্চ শিখরে অবস্থান করত
(b) ভ্যাসালরা সর্বনিম্ন স্তরে অবস্থান করত
(c) রাজার নিম্নস্তরে অবস্থান করত ব্যারনরা
(d) ব্যারনদের নিম্নস্তরে অবস্থান করত ডিউকরা
উত্তর: B
প্রশ্ন:৪
মধ্যযুগের ম্যানর ব্যবস্থায়—
(a) সামন্তপ্রভুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ম্যানরপ্রভুদের উত্থান ঘটেছিল
(b) ম্যানর অঞ্চল ছিল সামন্ততন্ত্রের উৎপাদন ব্যবস্থার ভিত্তি
(c) ম্যানর হাউসে একমাত্র সৈন্যরা বসবাস করত
(d) স্থানীয় শাসন পরিচালনা করত সৈন্যরা
উত্তর: B
প্রশ্ন:৫
সামন্ততন্ত্রের উৎপত্তি সম্পর্কে—
(a) কার্ল মার্কস দরিদ্রদের প্রভুভক্তির ওপর গুরুত্ব দিয়েছেন
(b) ভিনসেন্ট স্মিথ রাজার দক্ষতাকে দায়ী করেছেন
(c) মার্ক ব্লখ ‘অনুগামী-পৃষ্ঠপােষক প্রথা’র কথা বলেছেন
(d) বােলাঁভিয়ের ‘কমিটেটাস’ প্রথার কথা বলেছেন
উত্তর: C
প্রশ্ন:৬
মধ্যযুগে ইউরােপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষকরা—
(a) টাইদ নামে ভূমিকর দিত
(b) টাইলে নামে ধর্মর্কর দিত
(c) কর্ভি নামে বেগার খাটত
(d) শিভাজ নামে আয়কর দিত
উত্তর: C
প্রশ্ন:৭
সামন্ততন্ত্রের উদ্ভবের মূল ক্ষেত্রটি কোথায় ছিল ?
(a) ভারত
(b) আমেরিকা
(c) মিশর
(d) পশ্চিম ইউরােপ
উত্তর: D
প্রশ্ন:৮
সামন্ত ব্যবস্থায় কৃষকদের যে বাধ্যতামূলক শ্রমদান করতে হত তাকে বলা হত—
(a) করভি
(b) টাইথ
(c) ভিলিল
(d) গ্যাব্রিয়েল
উত্তর: A
প্রশ্ন:৯
সামন্ততান্ত্রিক ইউরােপে কৃষকদের দেয় টাইদ করটি ছিল—
(a) ভূমিকর
(b) ধর্মর্কর
(c) বেগারশ্রম
(d) পরােক্ষ কর
উত্তর: B
প্রশ্ন:১০
সামন্ততন্ত্রে উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি ছিল—
(a) জমি
(b) ব্যাবসাবাণিজ্য
(c) কলকারখানা
(d) শিল্প
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৭[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৯[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment