শক্তি
🟌🟌🟌প্রশ্ন:১
এল.পি.জি (L.P.G.) শব্দটির পুরাে কথাটি হলাে—
(a) Low Pressed Gas.
(b) Less Pressure Gas.
(c) Liquid Petroleum Gas.
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:২
একটি প্রমাণ আকারের বায়ুকলে প্রতিদিন গড়ে বিদ্যুৎশক্তি উৎপাদিত হয়—
(a) 65 কিলােওয়াট
(b) 55 কিলােওয়াট
(c) 45 কিলােওয়াট
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৩
পৃথিবীর অভ্যন্তর ভাগের তাপকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎশক্তি উৎপাদিত হয় তাকে বলা হয়—
(a) ভূ-শক্তি
(b) ভূ-তাপীয় শক্তি
(c) তরঙ্গ শক্তি
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৪
সব থেকে প্রচলিত শক্তির আধার হলাে—
(a) জলবিদ্যুৎ
(b) তাপবিদ্যুৎ
(c) পারমাণবিক বিদ্যুৎ
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৫
বর্তমানে আমাদের দেশে বায়ােগ্যাস প্ল্যান্টের সংখ্যা—
(a) প্রায় 6 লক্ষের কাছাকাছি
(b) প্রায় 5 লক্ষের কাছাকাছি
(c) প্রায় 4 লক্ষের কাছাকাছি
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
গ্যাসোস্ফিয়ার যন্ত্রে কাঠ থেকে জ্বালানি হিসেবে ব্যবহারযােগ্য কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাকে বলে—
(a) প্রােডিউসার গ্যাস
(b) ফুয়েল গ্যাস
(c) ব্যবহারযােগ্য গ্যাস
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৭
বিশ্বব্যাপী ব্যায়িত মােট শক্তির শতকরা 90 শতাংশ আসে—
(a) কয়লা থেকে
(b) পেট্রোলিয়াম থেকে
(c) জীবাশ্ম জ্বালানি থেকে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
প্রতি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি বছর তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কার্বন ডাই-অক্সাইড উৎপাদনের পরিমাণ—
(a) 59,12,000 টন
(b) 69,12,0O টন
(c) 79,12,000 টন
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৯
নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী হলেন—
(a) মেধা পাটেকর
(b) অরুন্ধ্রুতি রায়
(c) সরলা বেন
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গের কোথায় বায়ােগ্যাস সিস্টেমকে কাজে লাগিয়ে তাপশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে ?
(a) সুন্দরবনের গােসাবায়
(b) ফ্রেজারগঞ্জে
(c) ডায়মন্ডহারবারে
উত্তর: A
Comments
Post a Comment