প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
কোপারনিকাসের বক্তব্যকে সর্বাধিক জনপ্রিয় করে তােলেন—
(a) কেপলার
(b) গ্যালিলিয়ো
(c) টাইকো ব্রাহে
(d) জিওরদানাে ব্রুনাে
উত্তর: D
➤➤➤প্রশ্ন:২
পৃথিবীকেন্দ্রিক ব্রহ্মান্ডের ধারণা প্রচার করেন—
(a) ব্রুনাে
(b) কেপলার
(c) টাইকো ব্রাহে
(d) অ্যারিস্টটল
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৩
বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদগাতা কে ছিলেন ?
(a) নাগার্জুন
(b) টলেমি
(c) বেকন
(d) কোপারনিকাস
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৪
‘Two New Sciences’ গ্রন্থটি রচনা করেন—
(a) কেপলার
(b) নিউটন
(c) গ্যালিলিয়ো
(d) টাইকো ব্রাহে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
আধুনিক জ্যোতির্বিদ্যার জনক হলেন—
(a) কোপারনিকাস
(b) কেপলার
(c) গ্যালিলিয়াে
(d) টাইকো ব্রাহে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৬
‘দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক’ কাকে বলা হয় ?
(a) আর্যভট্ট
(b) কোপারনিকাস
(c) গ্যালিলিয়ো
(d) কেপলার
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
‘অন দ্য রেভােলিউশনস অব দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) গ্যালিলিয়াে
(b) কোপারনিকাস
(c) কেপলার
(d) টাইকো ব্রাহে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
দূরবিন যন্ত্র আবিষ্কার করেন—
(a) গ্যালিলিয়ো
(b) কোপারনিকাস
(c) অ্যারিস্টটল
(d) রজার বেকন
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৯
আধুনিক বিজ্ঞানের বাইবেল বলে—
(a) প্রিন্সিপিয়া গ্রন্থকে
(b) দ্য প্রিন্স গ্রন্থকে
(c) দে লােভা স্তেলা গ্রন্থকে
(d) পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থকে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার আধুনিক প্রবক্তা ছিলেন—
(a) টলেমি
(b) অ্যারিস্টটল
(c) কোপারনিকাস
(d) কেপালার
উত্তর: C

Comments
Post a Comment