নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
কোপারনিকাসের বক্তব্যকে সর্বাধিক জনপ্রিয় করে তােলেন—
(a) কেপলার
(b) গ্যালিলিয়ো
(c) টাইকো ব্রাহে
(d) জিওরদানাে ব্রুনাে
উত্তর: D
➤➤➤প্রশ্ন:২
পৃথিবীকেন্দ্রিক ব্রহ্মান্ডের ধারণা প্রচার করেন—
(a) ব্রুনাে
(b) কেপলার
(c) টাইকো ব্রাহে
(d) অ্যারিস্টটল
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৩
বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদগাতা কে ছিলেন ?
(a) নাগার্জুন
(b) টলেমি
(c) বেকন
(d) কোপারনিকাস
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৪
‘Two New Sciences’ গ্রন্থটি রচনা করেন—
(a) কেপলার
(b) নিউটন
(c) গ্যালিলিয়ো
(d) টাইকো ব্রাহে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
আধুনিক জ্যোতির্বিদ্যার জনক হলেন—
(a) কোপারনিকাস
(b) কেপলার
(c) গ্যালিলিয়াে
(d) টাইকো ব্রাহে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৬
‘দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক’ কাকে বলা হয় ?
(a) আর্যভট্ট
(b) কোপারনিকাস
(c) গ্যালিলিয়ো
(d) কেপলার
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
‘অন দ্য রেভােলিউশনস অব দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) গ্যালিলিয়াে
(b) কোপারনিকাস
(c) কেপলার
(d) টাইকো ব্রাহে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
দূরবিন যন্ত্র আবিষ্কার করেন—
(a) গ্যালিলিয়ো
(b) কোপারনিকাস
(c) অ্যারিস্টটল
(d) রজার বেকন
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৯
আধুনিক বিজ্ঞানের বাইবেল বলে—
(a) প্রিন্সিপিয়া গ্রন্থকে
(b) দ্য প্রিন্স গ্রন্থকে
(c) দে লােভা স্তেলা গ্রন্থকে
(d) পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থকে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার আধুনিক প্রবক্তা ছিলেন—
(a) টলেমি
(b) অ্যারিস্টটল
(c) কোপারনিকাস
(d) কেপালার
উত্তর: C
Comments
Post a Comment