মানুষ ও পরিবেশ
➤প্রশ্ন:১
পরিবেশের নানা পরিবর্তন শুরু হয়েছিল প্রায়—
(a) 600 কোটি বছর আগে
(b) 450 কোটি বছর আগে
(c) 200 কোটি বছর আগে
উত্তর: B
➤প্রশ্ন:২
1972 সালে রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) সুইডেন
(b) নিউ ইয়র্ক
(c) রিও-ডি-জেনেইরাে
উত্তর: A
➤প্রশ্ন:৩
মৃত্তিকা হলাে একটি—
(a) জৈব উপাদান
(b) সামাজিক উপাদান
(c) পরিবেশের ভৌত উপাদান
উত্তর: C
➤প্রশ্ন:৪
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে—
(a) জলবায়ুর ভিত্তিতে
(b) ভৌগােলিক অবস্থার ভিত্তিতে
(c) জলবায়ু ও ভৌগােলিক অবস্থার ভিত্তিতে
উত্তর: C
➤প্রশ্ন:৫
আদি মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে—
(a) 2 কোটি বছর আগে
(b) প্রায় 40/50 লক্ষ বছর আগে
(c) প্রায় 80 লক্ষ বছর আগে
উত্তর: B
➤প্রশ্ন:৬
প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বাড়ছে—
(a) ৯ কোটিরও বেশি সংখ্যায়
(b) ১২ কোটিরও বেশি সংখ্যায়
(c) ১৫ কোটিরও বেশি সংখ্যায়
উত্তর: A
➤প্রশ্ন:৭
ভাইরাস হলাে একটি—
(a) জৈব উপাদান
(b) সামাজিক উপাদান
(c) অজৈব উপাদান
উত্তর: A
➤প্রশ্ন:৮
মানুষ চাষবাস করতে শিখলাে প্রায়—
(a) 20 লক্ষ বছর আগে
(b) 30 লক্ষ বছর আগে
(c) 50 লক্ষ বছর আগে
উত্তর: A
➤প্রশ্ন:৯
সারা বিশ্বের জনসংখ্যা হলাে—
(a) 900 কোটি
(b) 800 কোটি
(c) 600 কোটি
উত্তর: C
➤প্রশ্ন:১০
যানবাহন থেকে নির্গত দূষণকারী প্রধান পদার্থ হলো—
(a) কার্বন ডাই-অক্সাইড
(b) সালফার ডাই-অক্সাইড
(c) ওজোন গ্যাস
উত্তর: A
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
মানুষ ও পরিবেশ সেট ৩[PREV]
মানুষ ও পরিবেশ সেট ৫[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment