রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল—
(a) রাজতন্ত্র
(b) প্রজাতন্ত্র
(c) সমাজতন্ত্র
(d) উদারতন্ত্র
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
সর্বপ্রথম ঐক্যবদ্ধ ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন—
(a) প্রথম আলেকজান্ডার
(b) তৃতীয় অ্যামিনটাস
(c) দ্বিতীয় ফিলিপ
(d) তৃতীয় আলেকজান্ডার
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তা হল—
(a) মৌর্য সাম্রাজ্য
(b) কুষাণ সাম্রাজ্য
(c) গুপ্ত সাম্রাজ্য
(d) পাল সাম্রাজ্য
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
বিম্বিসার কোন্ বংশের রাজা ছিলেন—
(a) মৌর্য বংশ
(b) নন্দ বংশ
(c) হর্ষঙ্ক বংশ
(d) কোনোটিই নয়
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
সুদূর অতীতে মেসােপটেমিয়ায় বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) তৃতীয় থুটমোস
(b) সারাগন
(c) তৃতীয় আলেকজান্ডার
(d) দ্বিতীয় ফিলিপ
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
সাম্রাজ্যের শাসক সাধারণত কী বলে বিবেচিত হন ?
(a) সম্রাট
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) জার
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন—
(a) বিম্বিসার
(b) অজাতশত্রু
(c) চন্দ্রগুপ্ত মৌর্য
(d) অশােক
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
হেলেনিস্টিক সভ্যতা বলতে সাধারণত কোন্ সাম্রাজ্যের সভ্যতা ও সংস্কৃতিকে বোঝানো হয় ?
(a) গ্রীক
(b) পারসিক
(c) মেসোপটেমীয়
(d) ম্যাসিডনীয়
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
পৃথিবীর দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল—
(a) পারসিক
(b) ম্যাসিডন
(c) রোমান
(d) অটোমান
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
নিম্নলিখিত যে শাসক ‘সম্রাট’ পদবাচ্য ছিলেন না, তিনি হলেন—
(a) চন্দ্রগুপ্ত মৌর্য
(b) আকবর
(c) নেপােলিয়ন
(d) মেটারনিক
উত্তর: D
⮞⮞⮞⮞
👉রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ২[PREV]
👉রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৪[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment