মানুষ ও পরিবেশ
➤প্রশ্ন:১
পৃথিবীর মােট উৎপন্ন খনিজ তেলের শতকরা কতভাগ মােটরচালাতে খরচ হয় ?
(a) 40 ভাগ
(b) 50 ভাগ
(c) 60 ভাগ
উত্তর: B
➤প্রশ্ন:২
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং ওজোন স্তরের ক্ষয় হ্রাস করতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ এখনকার অবস্থা থেকে অন্তত শতকরা—
(a) 85 ভাগ কমাতে হবে
(b) 75 ভাগ কমাতে হবে
(c) 65 ভাগ কমাতে হবে
উত্তর: B
➤প্রশ্ন:৩
জাপানের একটি রাসায়নিক কারখানা থেকে নির্গত যে যৌগের প্রভাবে অনেক প্রাণহানি ঘটেছিল সেটি হলাে—
(a) পারদের মিথাইল যৌগ
(b) ক্যাডমিয়ামের মিথাইল যৌগ
(c) সিসার মিথাইল যৌগ
উত্তর: A
➤প্রশ্ন:৪
সংক্রামিত জলসরবরাহের ফলে মহামারি হিসাবে দেখা দিতে পারে—
(a) যক্ষ্মা
(b) কুষ্ঠ
(c) কলেরা
উত্তর: C
➤প্রশ্ন:৫
কোন্ সম্রাটের রাজত্বকাল থেকে বন্য প্রাণী সংরক্ষণের ব্যবস্থার কথা জানা যায় ?
(a) সম্রাট অশােক
(b) সম্রাট চন্দ্রগুপ্ত
(c) সম্রাট সমুদ্রগুপ্ত
উত্তর: A
➤প্রশ্ন:৬
1950 সালে সারা পৃথিবীতে ট্রাক, বাস, গাড়ি ইত্যাদি চলতাে—
(a) 7 কোটি (প্রায়)
(b) 8 কোটি
(c) 9 কোটি
উত্তর: A
➤প্রশ্ন:৭
ভারতের শতকরা কতভাগ মানুষ গ্রামে বাস করে ?
(a) 64 ভাগ মানুষ
(b) 74 ভাগ মানুষ
(c) 84 ভাগ মানুষ
উত্তর: B
➤প্রশ্ন:৮
আজকের আণবিক বােমা হিরােশিমায় নিক্ষিপ্ত বােমার চেয়ে—
(a) 250 গুণ বেশি শক্তিশালী
(b) 350 গুণ বেশি শক্তিশালী
(c) 450 গুণ বেশি শক্তিশালী
উত্তর: A
➤প্রশ্ন:৯
পয়ঃপ্রণালীর নােংরা জলে থাকে—
(a) নাইট্রেট
(b) ফসফেট
(c) নাইট্রেট ও ফসফেট
উত্তর: C
➤প্রশ্ন:১০
গােরুর দুধে কোন্ কীটনাশকের অবশেষ পাওয়া গেছে ?
(a) ডি.ডি.টি
(b) কার্বারিল
(c) লিনডেন
উত্তর: A
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
মানুষ ও পরিবেশ সেট ৪[PREV]
মানুষ ও পরিবেশ সেট ৬[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment