রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
দক্ষিণ ভারতের এক অজানা জায়গা থেকে যিনি ‘অর্থশাস্ত্র’ আবিষ্কার করেছিলেন তিনি হলেন—
(a) ড. শ্যাম শাস্ত্রী
(b) নীলকণ্ঠ শাস্ত্রী
(c) হরপ্রসাদ শাস্ত্রী
(d) এগুলির কোনােটিই নয়
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
কৌটিল্যের অর্থশাস্ত্রে মােট প্রকরণ হল—
(a) ১২০ টি
(b) ১৪০ টি
(c) ১৬০ টি
(d) ১৮০ টি
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
কৌটিল্যের অর্থশাস্ত্রে অধিকরণ রয়েছে—
(a) ৫ টি
(b) ১০ টি
(c) ১৫ টি
(d) ২০ টি
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
কৌটিল্য উল্লেখ করেছেন—মন্ত্রীপরিষদ যত জন অমাত্য নিয়ে গঠিত হবে, তাদের সংখ্যা—
(a) ৮ জন
(b) ১০ জন
(c) ১২ জন
(d) ১৪ জন
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
কৌটিল্য ছিলেন—
(a) মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
(b) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রী
(c) কুষাণ সম্রাট কনিষ্কের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী
(d) পালরাজা ধর্মপালের মুখ্য উপদেষ্টা ও প্রধানমন্ত্রী
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
কৌটিল্যের অর্থশাস্ত্রে সর্বমােট শ্লোক রয়েছে—
(a) ৬ হাজার
(b) ৭ হাজার
(c) ৮ হাজার
(d) ৯ হাজার
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
‘অর্থশাস্ত্রের’ লেখক হলেন—
(a) মেগাস্থিনিস
(b) কৌটিল্য
(c) কালিদাস
(d) সন্ধ্যাকর নন্দী
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
কৌটিল্যের আসল নাম কী ?
(a) বিষ্ণুশর্মা
(b) চাণক্য
(c) বিষ্ণুগুপ্ত
(d) বিষ্ণুপদ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
কৌটিল্যের অর্থশাস্ত্রে অধ্যায় সংখ্যা—
(a) ১০০ টি
(b) ১৫০ টি
(c) ২০০ টি
(d) ২৫০ টি
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি—
(a) ৫ টি ভাগে বিভক্ত
(b) ১০ টি ভাগে বিভক্ত
(c) ১৫ টি ভাগে বিভক্ত
(d) ২০ টি ভাগে বিভক্ত
উত্তর: C
⮞⮞⮞⮞
👉রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ২[PREV]
👉রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৪[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment