বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
✰প্রশ্ন:১
ম্যাকডােনেল-এর মতে, ঋগ্বেদের যে দেবতা জেন্দ-আবেস্তায় উল্লিখিত আহুর মাজদার সঙ্গে তুলনীয়, তিনি হলেন—
ম্যাকডােনেল-এর মতে, ঋগ্বেদের যে দেবতা জেন্দ-আবেস্তায় উল্লিখিত আহুর মাজদার সঙ্গে তুলনীয়, তিনি হলেন—
(a) ইন্দ্র
(b) অগ্নি
(c) সূর্য
(d) বরুণ
উত্তর: D
✰প্রশ্ন:২
বৈদিক যুগের ঝড়ের দেবতা ছিলেন—
(a) সােম
(b) পর্জন্য
(c) পৃথিবী
(d) মরুৎ
উত্তর: D
✰প্রশ্ন:৩
ম্যাক্সমুলারের মতে, প্রাচীন গ্রিক দেবতা উরনস-এর সঙ্গে যে ঋগবৈদিক দেবতার মিল রয়েছে, তিনি হলেন—
(a) দ্যৌ
(b) বরুণ
(c) অগ্নি
(d) পর্জন্য
উত্তর: B
✰প্রশ্ন:৪
গ্রিকদের সূর্যদেবতা হলেন—
(a) জিউস
(b) অ্যাপােলাে
(c) এরেস
(d) মার্স
উত্তর: B
✰প্রশ্ন:৫
'Poly' শব্দটি যে ভাষার শব্দ, তা হল—
(a) গ্রিক
(b) চৈনিক
(c) তিব্বতীয়
(d) রােমান
উত্তর: A
✰প্রশ্ন:৬
বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন—
(a) বরুণ
(b) পর্জন্য
(c) উষা
(d) সোম
উত্তর: B
✰প্রশ্ন:৭
ইউরােপের প্রাচীন ধর্মের নাম—
(a) শিখধর্ম
(b) খ্রিস্টধর্ম
(c) পেগানধর্ম
(d) ইহুদিধর্ম
উত্তর: C
✰প্রশ্ন:৮
প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দেবতা ছিলেন—
(a) জিউস
(b) হেরা
(c) অ্যাপােলাে
(d) এথেনা
উত্তর: A
✰প্রশ্ন:৯
বেদকে কয়টি ভাগে ভাগ করা হয়—
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) পাঁচটি
উত্তর: C
✰প্রশ্ন:১০
গ্রিক পুরাণের যমজ দেবতা ক্যাস্টর ও পােলসকস উভয়কে ঋগবেদে বলা হয়েছে—
(a) বায়ু-বরুণ
(b) ইন্দ্র-অগ্নি
(c) অশ্বিনীকুমারদ্বয়
(d) ব্রহ্মা-বিষ্ণু
উত্তর: C

Comments
Post a Comment