নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
✰প্রশ্ন:১
ম্যাকডােনেল-এর মতে, ঋগ্বেদের যে দেবতা জেন্দ-আবেস্তায় উল্লিখিত আহুর মাজদার সঙ্গে তুলনীয়, তিনি হলেন—
ম্যাকডােনেল-এর মতে, ঋগ্বেদের যে দেবতা জেন্দ-আবেস্তায় উল্লিখিত আহুর মাজদার সঙ্গে তুলনীয়, তিনি হলেন—
(a) ইন্দ্র
(b) অগ্নি
(c) সূর্য
(d) বরুণ
উত্তর: D
✰প্রশ্ন:২
বৈদিক যুগের ঝড়ের দেবতা ছিলেন—
(a) সােম
(b) পর্জন্য
(c) পৃথিবী
(d) মরুৎ
উত্তর: D
✰প্রশ্ন:৩
ম্যাক্সমুলারের মতে, প্রাচীন গ্রিক দেবতা উরনস-এর সঙ্গে যে ঋগবৈদিক দেবতার মিল রয়েছে, তিনি হলেন—
(a) দ্যৌ
(b) বরুণ
(c) অগ্নি
(d) পর্জন্য
উত্তর: B
✰প্রশ্ন:৪
গ্রিকদের সূর্যদেবতা হলেন—
(a) জিউস
(b) অ্যাপােলাে
(c) এরেস
(d) মার্স
উত্তর: B
✰প্রশ্ন:৫
'Poly' শব্দটি যে ভাষার শব্দ, তা হল—
(a) গ্রিক
(b) চৈনিক
(c) তিব্বতীয়
(d) রােমান
উত্তর: A
✰প্রশ্ন:৬
বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন—
(a) বরুণ
(b) পর্জন্য
(c) উষা
(d) সোম
উত্তর: B
✰প্রশ্ন:৭
ইউরােপের প্রাচীন ধর্মের নাম—
(a) শিখধর্ম
(b) খ্রিস্টধর্ম
(c) পেগানধর্ম
(d) ইহুদিধর্ম
উত্তর: C
✰প্রশ্ন:৮
প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দেবতা ছিলেন—
(a) জিউস
(b) হেরা
(c) অ্যাপােলাে
(d) এথেনা
উত্তর: A
✰প্রশ্ন:৯
বেদকে কয়টি ভাগে ভাগ করা হয়—
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) পাঁচটি
উত্তর: C
✰প্রশ্ন:১০
গ্রিক পুরাণের যমজ দেবতা ক্যাস্টর ও পােলসকস উভয়কে ঋগবেদে বলা হয়েছে—
(a) বায়ু-বরুণ
(b) ইন্দ্র-অগ্নি
(c) অশ্বিনীকুমারদ্বয়
(d) ব্রহ্মা-বিষ্ণু
উত্তর: C
Comments
Post a Comment