পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি
🟌🟌🟌প্রশ্ন:১
মেলানােসিস রােগটির উৎপত্তির কারণ—
(a) আর্সেনিক দূষণ
(b) ফ্লুরাইড দূষণ
(c) ক্যাডমিয়াম দূষণ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
মানুষের দেহে তেজস্ক্রিয়তার প্রভাবে—
(a) জিনের গুণগত পরিবর্তন হয়
(b) জিনের গুণগত পরিবর্তন হয় না
(c) শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন হয় না
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
সালফার ডাইঅক্সাইডের প্রধান প্রাকৃতিক উৎস হলাে—
(a) যানবাহন নির্গত ধোঁয়া
(b) আগ্নেয়গিরির উদগীরণ
(c) গ্রিন হাউস প্রভাব
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৪
বায়ুমণ্ডলের নীচের স্তর ট্রপােস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে—
(a) 16 কিমি পর্যন্ত বিস্তৃত
(b) 12 কিমি পর্যন্ত বিস্তৃত
(c) 20 কিমি পর্যন্ত বিস্তৃত
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৫
জলবাহিত এককোষী প্রােটোজোয়া ঘটিত রােগটি হলাে—
(a) জিয়ার্ডিয়াসিস
(b) পােলিও
(c) টাইফয়েড
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৬
একজন স্বাভাবিক ভারতীয় প্রতিদিন গার্হস্থ্য বা বাণিজ্যিক বর্জ্য উৎপাদন করে প্রায়—
(a) তিন কিলােগ্রাম পরিমাণ
(b) দুই কিলােগ্রাম পরিমাণ
(c) এক কিলােগ্রাম পরিমাণ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৭
ওজোনস্তর আমাদের বসুন্ধরাকে বাঁচায়—
(a) মহাজাগতিক রশ্মির প্রভাব থেকে
(b) তেজস্ক্রিয় রশ্মির প্রভাব থেকে
(c) অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
মহাজাগতিক তেজস্ক্রিয়তা বিকিরিত হয়—
(a) মাটি থেকে
(b) বায়ু থেকে
(c) মহাকাশ থেকে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
মানুষের শরীরে তেজস্ক্রিয় মৌলগুলাে হলাে—
(a) তেজস্ক্রিয় পটাশিয়াম
(b) তেজস্ক্রিয় কার্বন কণিকা
(c) ওপরের দুটিই
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:১০
মানুষের বমিভাব এবং অঙ্গপ্রত্যঙ্গ নিয়ন্ত্রণের অসুবিধা দেখা যায়—
(a) 146 ডেসিবেল শক্তিসম্পন্ন আওয়াজে
(b) 120 ডেসিবেল শক্তিসম্পন্ন আওয়াজে
(c) 100 ডেসিবেল শক্তিসম্পন্ন আওয়াজে
উত্তর: C
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ৬[PREV]
Comments
Post a Comment