মানুষ ও পরিবেশ
➤প্রশ্ন:১
আধুনিক মানব (হােমাে সেপিয়েন্স) আবির্ভূত হয়েছিল—
(a) প্রায় 23 লক্ষ বছর আগে
(b) প্রায় 13 লক্ষ বছর আগে
(c) প্রায় 33 লক্ষ বছর আগে
উত্তর: B
➤প্রশ্ন:২
পৃথিবীর বয়স আনুমানিক—
(a) 6 বিলিয়ন বছর
(b) 4.5 বিলিয়ন বছর
(c) 3.5 বিলিয়ন বছর
উত্তর: B
➤প্রশ্ন:৩
আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম-239 ব্যবহার করা হয়—
(a) বিদ্যুৎ উৎপাদনে
(b) ক্যানসার রােগে
(c) বােমা তৈরিতে
উত্তর: C
➤প্রশ্ন:৪
ব্যাকটেরিয়া হলাে—
(a) ভৌত পরিবেশের উপাদান
(b) সমাজ পরিবেশের উপাদান
(c) জৈব পরিবেশের উপাদান
উত্তর: C
➤প্রশ্ন:৫
বিশ্বের জনসংখ্যার শতকরা মাত্র 15 ভাগ মানুষ ভােগ করছে পৃথিবীর মােট আয়ের—
(a) শতকরা 15 ভাগ
(b) শতকরা 25 ভাগ
(c) শতকরা 79 ভাগ
উত্তর: C
➤প্রশ্ন:৬
হােমা সেপিয়েন্স প্রথম আবির্ভূত হয়েছিল—
(a) ভারতে
(b) চিনে
(c) আফ্রিকায়
উত্তর: C
➤প্রশ্ন:৭
বিশ্বে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে উল্লেখযােগ্য মাত্রায়—
(a) বিগত 30 বছরে
(b) বিগত 100 বছরে
(c) বিগত 50 বছরে
উত্তর: A
➤প্রশ্ন:৮
ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির অন্যতম কারণ হলাে—
(a) স্বাস্থ্য কর্মসূচির অভাব
(b) পরিবেশ দূষণ
(c) পুষ্টির অভাব
উত্তর: B
➤প্রশ্ন:৯
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উষ্ণতা—
(a) বৃদ্ধি পাচ্ছে
(b) হ্রাস পাচ্ছে
(c) বৃদ্ধি পাচ্ছে না
উত্তর: A
➤প্রশ্ন:১০
2025 সালে পৃথিবীর জনসংখ্যা ছাড়িয়ে যাবে—
(a) 900 কোটি
(b) 800 কোটি
(c) 700 কোটি
উত্তর: A
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
মানুষ ও পরিবেশ সেট ২[PREV]
মানুষ ও পরিবেশ সেট ৪[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment