পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি
🟌🟌🟌প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের 6 টি জেলার পানীয় জলে বা নলকূপের জলে স্বাভাবিকের চেয়ে আর্সেনিক বর্তমান প্রায়—
(a) 150 গুণ বেশি
(b) 200 গুণ বেশি
(c) 250 গুণ বেশি
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:২
1952 সাল থেকে 1985 সালের মধ্যে সারা বিশ্বে রাসায়নিক সারের ব্যবহার 140 লক্ষ টন থেকে বেড়ে—
(a) 1250 লক্ষ টনে গিয়ে দাঁড়িয়েছে
(b) 1350 লক্ষ টনে গিয়ে দাঁড়িয়েছে
(c) 1450 লক্ষ টনে গিয়ে দাঁড়িয়েছে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
আর্সেনিক সহনশীল ফসল হলাে—
(a) টমাটো
(b) বিন
(c) আলু
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৪
বেশি মাত্রায় অজৈব সার ব্যবহারের ফলে—
(a) কৃষিজমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে
(b) কৃষিজমির উর্বরতা একই থাকে
(c) কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৫
কিয়ােটো চুক্তির প্রধান উদ্দেশ্য হলাে—
(a) গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানাে
(b) বায়ুদূষণের মাত্রা হ্রাস করা
(c) সি.এফ.সির পরিমাণ হ্রাস করা
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৬
ওজোন স্তরের গভীরতা কমে গেলে ভূ-পৃষ্ঠে বেশি করে পৌঁছায় সূর্যের—
(a) আলােক রশ্মি
(b) গামা রশ্মি
(c) অতিবেগুনি রশ্মি
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৭
জল অম্ল প্রকৃতির হয়ে থাকে, তার পি.এইচ—
(a) 7 এর বেশি হলে
(b) 7 এর সমান হলে
(c) 7 এর কম হলে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
মাটির অম্লতা বৃদ্ধি পায় যে ধরনের গাছের বর্জ্যের উপস্থিতিতে সেটি হলাে—
(a) বড়াে পাতার গাছ
(b) মাঝারি পাতার গাছ
(c) সরু পাতার গাছ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাসটির নাম হলাে—
(a) অক্সিজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) নাইট্রোজেন
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:১০
1987 সালের 16 ই সেপ্টেম্বর বিশ্বের 11 টি দেশ পরিবেশ সংক্রান্ত যে চুক্তিতে আবদ্ধ হয়েছে তা হলো—
(a) কিয়ােটো চুক্তি
(b) মন্ট্রিল চুক্তি
(c) বসুন্ধরা চুক্তি
উত্তর: B
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ২[PREV]
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ৪[NEXT]
Comments
Post a Comment